আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স ওএসের নতুন স্মার্টফোন

মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের (ওএস) নতুন স্মার্টফোন বাজারে আসছে। এটি নিয়ে আসছে গিকসফোন। ফায়ারফক্স ওএস-চালিত প্রথম স্মার্টফোনও তৈরি করেছিল প্রতিষ্ঠানটি।   সে সময়ে গিকসফোন কিয়ন ও পিক নামে দুটি স্মার্টফোন বাজারে ছাড়ে, যার মধ্যে সাধারণ ও মধ্যমানের নানা সুবিধা ছিল।

এবার কিছুটা ভিন্নভাবে আরও উন্নত সুবিধার স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গিকসফোন কর্তৃপক্ষ।

তবে ঘোষণাতেই এখনো সীমাবদ্ধই আছে গিকসফোন। বিস্তারিত আর কিছু এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে গিকসফোন নিজেদের ওয়েবসাইটে নতুন স্মার্টফোনের বিষয়ে বিশেষ পাতা চালু করেছে। এ ফোনটির নাম রাখা হতে পারে ‘রেভল্যুশন’। আর তাই বর্তমানে www.geeksphone.com/revolution ঠিকানার ওয়েবসাইটে একটি ছবি দিয়ে লেখা রয়েছে ‘দ্য রেভল্যুশন ইজ কামিং, স্টে টিউন’।

এ বিষয়ে গিকসফোনের সহপ্রতিষ্ঠাতা জাভিয়ের অ্যাগুয়েরা বলেন, ‘আমরা আশাবাদী যে উন্নত সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন গ্রাহকদের হাতে পৌঁছাতে পারব। ’ পাশাপাশি নতুন এ স্মার্টফোনের দাম গ্রাহকদের হাতের নাগালে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। গ্রাহকদের কথা মাথায় রেখে আরেকটি সুবিধা রাখছে গিকসফোন কর্তৃপক্ষ। আর সেটি হলো, গ্রাহক তাঁর ইচ্ছামতো অপারেটিং সিস্টেম পছন্দ করতে পারবেন। ফায়ারফক্স ওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েডেও চলবে নতুন এ স্মার্টফোন।

বর্তমানে ফায়ারফক্স ওএস নিয়ে দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে গিকসফোন। এ তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর। এ বিষয়ে টেলিনর ডিজিটালের প্রধান রলভ-এরিক বলেন, ‘আমি খুবই খুশি যে আমাদের গ্রাহকেরা সার্বিয়া, হাঙ্গেরি ও মন্টেনেগ্রোতে ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন ব্যবহার করছেন। আশা করছি, নতুন বৈশিষ্ট্যের স্মার্টফোনটি বাজারে এসে গ্রাহকদের ওয়েব ব্যবহারের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হবে। ’ আগামী বছরের শুরুর দিকে টেলিনর এশিয়ায় ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন নিয়ে আসতে পারে বলে জানা গেছে।

—সিনেট ও জিএসএম অ্যারেনা অবলম্বনে নুরুন্নবী চৌধুরী

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.