আমাদের কথা খুঁজে নিন

   

সুখের কথা, অবশেষে মা-চাচীরা সনি/স্টার প্লাস বন্ধ করছে, তবে আসলেই কি খুব একটা সুখবর?

রাজদরবারে "মুরগাভদক্রাম" পেশ করে থাকি নিয়মিত...

গত মাস কয়েক দেখছি আশেপাশের পরিচিত যাদের ঘরে যাতায়াত আছে তাদের অনেকেরই ঘর সন্ধে হলেই থেকে হিন্দির জোর আওয়াজ উৎপাত একটু কম পাচ্ছি। তার বদলে বাংলা গানটান বেশ ভেসে আসে ইদানিং। নিজের টিভি দেখা হয় না, তাই মনে করেছিলাম বাঁচা গেলো! তবে ভুল ভাংলো এমাসের শুরুর দিকে। সনি আর স্টারপ্লাস কমেছে, শুরু হয়েছে জী-বাংলা! খতিয়ানে পেলাম, যাদের ঘরে কিশোরী/তরুনী/যুবতী কন্যা-বৌ বর্তমান নয়, তারা মোটামুটি হিন্দি সিরিয়াল এডিকশন ছেড়েছেন, আর ঘরে পিচ্চিপাচ্চা থাকলে হরহামেশাই শুনি (কারো বাসায় গেলে) দীপান্বিতা ভালো নাচে, মেয়েকে নাচে ভর্তি করতে উৎসাহী, ওমুক ভালো গায়, ছেলেটা গান শিখলেও পারতো ইত্যাদি। এর বদলে চলছে জী-বাংলাতে ডান্স বাংলা জুনিয়র, সারেগামা জুনিয়র, আম্মা-খালা-চাচীরা দেখেন রোজগেরে গিন্নি, দিদি নাম্বার ওয়ান, আর হিংসেতে জ্বলেন, নিজে কেনো ওমুকের মতন গয়না পাননি, ওমুক কেমন ডাঁট মেরে অফিসও করে, সাক্ষাৎকারে কোন বৌ বলেছে স্বাশুড়ী তার কথার উপর কোনো কথা বলে না আর নিজের স্বাশুড়ী এখনো সংসারের মাথা এসব খেদ (সিরিয়ালে দেখা গয়না, শাড়ী, ডেকোরেশন এসব নিয়া আংকেলদের কেমনে নাজেহাল করা হয় সেই "দুখভরি কাহানি" বাদ দিলাম, তয় মাইয়াগুলা সিরিয়ালের দেখাদেখি এখন বিয়ার আগেই স্বামীর পনেরোশো কোটি টেকা স্বপ্নে গুইন্যা ফেলতাছে এডি চামে কইয়া রাখলাম।)। আর সাথে তিনটে সিরিয়াল, সুবর্নলতা (***কমন কমেন্টঃ আহা! সুবর্ন কত দুঃখী!) কেয়াপাতার নৌকো (***কমন কমেন্টঃ মোল্লা বেটা বড় লুচ্চা, পিচ্চি মেয়েটারে বিয়ে করবে!) রাশি (***কমেন্ট মনে নাই, তয় আমার এইটা দেইখা খাসী শব্দটা মনে আইছে ) তাতে যা বুঝলাম ঘটনা কোনো সুবিধের না, স্টার আর জী-নেটওয়ার্কের টানা হেঁচড়াতে মা-খালা-চাচীরা এখন স্টারের দল পাল্টে জী-নেটওয়ার্কে, মগজধোলাই সেই ভারতীয়ই আছে। আর আমি শালা পাগল, হিন্দি বন দেইখা ভাবছিলাম মা-খালা-চাচীদের সুবুদ্ধি হইছে! ***কমন কমেন্ট - মা-চাচী-খালাদের কমেন্ট। (পিঠ বাঁচাতে সিরিয়াস লেখাকে ফান ফান গন্ধে লেখা হলো, অর্ধমৃতরা বুঝবেন কারনটা )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।