আমাদের কথা খুঁজে নিন

   

আমি প্রেম করতে জানি না !

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । আমি বোকা-গবেট, আমি হাঁদারাম আমি তরুন, তবু যেন বুড়ো-ভাম । আমি কখনো প্রেম করিনি কোন মেয়ের সাথে, পারিনা আমি মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে, আমার কোন মেয়ে বন্ধু নেই, কেউ অপরাধী নয়, দোষটা আমারই ; লাজুক, বর্ণচোরা আমি কথায় বলতে পারি না তাই, আমি প্রেম করতে জানি না ! তবে, প্রেম এসেছিল আমারও কাছে জানি না, কিভাবে কখন কোন পথে নেমেছে ; সেই, প্রথম প্রেম নিবেদন করেছিল মোরে আজও রেখেছে আমায় ভালবাসায় ভরে । সে যে দেশমাতা ; ভালবাসা শেখাল আমায়, মাতাল, প্রেমের উত্তাল উন্মাদনায় ।

সেই যে ভালবাসা শেখা মোর, প্রেমের স্বাধ আস্বাদনে প্রেমিক হয়ে আছি আমি, আজও সংগোপনে । কিন্তু, এটা নাকি প্রচলিত স্বীকৃত প্রেম নয় প্রেম শুধু ছেলেতে-মেয়েতে, পুরুষে-নারীতে হয় । আমার স্বাধের একমাত্র প্রেম ; তাই, আজও স্বীকৃতি পায় না হায় ! আমি প্রচলিত প্রেম করতে জানি না ! দেশাত্মবোধ আর ভাবাবেগের বলয়ে আমার প্রেম আজ লালিত অন্য পরিচয়ে । নাম-পরিচয়হীন প্রেম আমাদের গাঢ় হয়, নিভৃতে অগোচরে গোপন লীলা চলতে থাকে উদ্দাম-উন্মত্ততার ঝড়ে । প্রেমিক আমি হয়েছি, আমারই আপনমনে চলবে আমার এই অভিসার অজান্তে-গোপনে ।

প্রেমিকা আমি পেয়েছি, তাই আফসোস করি না ; অন্যরকম প্রেম আমাদের অন্যরকম কামনা । দেশমাতা সে, যদিও মেয়ে নয় আর প্রচলিত প্রেম না ; মনে কোন খেদ নেই, -আমি প্রেম করতে জানি না ! ___________________##########________________ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.