আমাদের কথা খুঁজে নিন

   

সুপার কম্পিউটার মিরা তৈরি করছে IBM


এই সুপার কম্পিউটারটি কাজ করা শুরু করবে ২০১২ সাল থেকে। এর কার্যক্ষমতা প্রতি সেকেন্ডে ১০০০ ট্রিলিয়ন ক্যালকুলেশন । এটি আমেরিকার এনার্জি ডিপার্টমেন্টর Argonne National Lab এ ব্যবহার করা হবে। এর এই নামের অর্থ হচ্ছে আশ্চর্য । লাতিন ভাষা থেকে মিরার নামকরন করা হয়েছে।

একে ব্যবসায়, গবেষণা , শিক্ষা ক্ষাতে ব্যবহার করা হবে। কম্পিউটারটি তৈরি করতে কত খরচ হবে তা এখনও IBM বলেনি। কিন্তু ধারনা করা হচ্ছে এতে প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ হবে। আর্গন ল্যাবের বর্তমান কম্পিউটার থেকে মিরা ২০ গুন দ্রুত কাজ করতে পারবে। আইবিএম ২০১২ সালের মধ্যে আরও দুটি অধিক ক্ষমতার কম্পিউটার তৈরি করবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।