আমাদের কথা খুঁজে নিন

   

শুরুতে তোমাকে জিততেই হবে, মেয়ে

বাঙলা কবিতা

ওরা যদি ডেকে জুলুম করে, নাচতে বলে, নেচো, প্রলয়-নৃত্য নেচো! নির্বোধ মেয়ে, তবু বেঁচে থেকো, বাঁচার মতো বেঁচো! নাচ-তাণ্ডবে যেন পাতালের নাগ উঠে আসে মহানিঃশ্বাসে আর ফণায়, মাটিতে পায়ের লোহিত-দৃশ্য এঁকো যেন দুপুরের দুচোখে রাত্রি ঘণায়! মধ্যরাতে, বাতাস তোমাকে ফুসলিয়ে দেবে ডাক, ইনিয়ে-বিনিয়ে বলবে অনেক কথা; বলবে : তুমি তো বৃক্ষ নও হে, লতা! যুক্তিতে ফাঁক, কথাতেও রাখঢাক! কেন তুমি তা-ই মানবে অযথা? শুরুতে তোমাকে জিততেই হবে, জিতে__ ভালোবাসা পেলে, গলতেও পারো, গ'লো! বিজয়ের শেষে বিনয়ের কথা ব'লো! তারপরে খুলো সমর্পণের ফিতে। মন যদি খুশি, হৃদয় বলেছে ___ রাজি; সত্যিকারের ভালোবাসা পেলে, হারতে কী দোষ বাজি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.