আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনের রাজকীয় ভোজের তালিকায় কাঁকড়া !!! এছাড়াও এরকম অনেক কিছুই...!!!

...

প্রশ্ন হচ্ছে এ কালের রাজরাজাদের বিয়েতে কী খাওয়ানো হয়? প্রশ্নের উত্তরটি দিতে হবে গতকাল শুক্রবার সম্পন্ন হওয়া প্রিন্স উইলিয়ামের বিয়ের অভিজ্ঞতাকে কেন্দ্র করে৷ উত্তর পেয়েছেন কী! না পেয়ে থাকলে শুনুন, আজকালকার রাজরাজারা আগের মত চর্ব্যচূষ্যলেহ্যপেয় আর খান না৷ এমন কী অতিথিদেরও এখন নাকি আর ঐ সব খানাপিনা পরিবেশন করা হয় না৷ সব হয় স্বাস্থ্যসম্মত৷ যেমনটা হলো প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠানে৷ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত সাড়ে ৬শ অতিথি যোগ দিয়েছিলেন এতে৷ তাদের সম্মানে রানি এলিজাবেথ এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন৷ সকলের আগ্রহ ছিল কী খাবার দেয়া হয় সেই ভোজে, তা জানার৷ উত্তরটি জানা গেছে অনেক পরে৷ জানা আছে তো, বিশ্বের ২০০ কোটি মানুষ এই বিয়ের অনুষ্ঠান দেখেছেন টিভির সামনে বসে৷ রাজকীয় এই ভোজসভার খাবার মেন্যুতে প্রথমেই ছিল কাঁকড়ার নাম৷ না, এটা শুনে একটুও ভ্রু কুঞ্চিত করবেন না৷ কাঁকড়া দিয়ে বানানো কর্নিস কার্ব স্যালাদ পরিবেশনে নাকি খুবই খুশি হয়েছেন অভ্যাগত অতিথিরা৷ সব্জি, কাঁকড়া আর লেবু দিয়ে তৈরি এই খাবারটি নাকি খুবই মজার৷ এর সঙ্গে ছিল হাঁসের মাংসের টেরিনি৷ পুরো হাঁসের মাংসকে অনেকটা কেকের মতো করে তার মধ্যে ভাত দিয়ে তৈরি হয় এটি৷ ছাগলের দুধের পনির, বাদামের বিশেষ বিস্কিট আর ফলের জ্যাম দিয়ে এটি খেতে খেতেই নাকি অনেকে পরিতৃপ্তির ঢেকুর তুলেছেন৷ কিন্তু এই সব খাইয়েই কী অতিথিদের বিদায় জানালেন রানি? না, খাবারের তালিকাটি একেবারে সংক্ষিপ্ত ছিল না৷ ধোঁয়ায় রান্না করা স্কটল্যান্ডের বিখ্যাত স্যামন মাছ দিয়ে তৈরি গোলাপ ফুলের সঙ্গে সেখানকার দীর্ঘ দিনের পুরানো ওয়াইনে চুমুক দিয়ে অনেক অতিথিই হয়তো বলেছেন, আহা, দারুণ! অতিথিরা আরও খেয়েছেন, কোয়েল পাখির ডিম, অ্যাসপারাগাস, বুনো মাশরুম আর ভেড়ার মাংস৷ আর সবশেষে তালিকায় ছিল সেই বিখ্যাত বিয়ের কেক! যাক দাওয়াতে না গিয়ে ভালই করেছি, কারন ঐ সব খাবার খেতে পারতাম না.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.