আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীদের বলছি :: সবচেয়ে সস্তায় কথা বলুন প্রিয়জনদের সাথে

শুভ্রতায় ভরে উঠুক চারিপাশ......

আমি বাংলাদেশে প্রতি মিনিট ০.৫৫ টাকায় (সাথে কানেকশন চার্জ ৪.২২ টাকা) কথা বলছি; দীর্ঘ ১ ঘণ্টা কথা বলার খরচ বাংলাদেশি কারেন্সিতে ৩৭ টাকারও কম!!! ভাবলাম এটা সামুতে শেয়ার করি। প্রবাসী যারা তারা এমন কিছুতো সবসময়ই খোঁজে.......... ভিওআইপি ফোনের ব্যাপারে প্রবাসীরা কম-বেশি সবাই জানেন, ব্যবহারও করছেন। আমিও এযাবৎ বেশ কয়েকটা voip ই ব্যবহার করলাম। কিন্তু megavoip এর চেয়ে কম রেট অন্য কোনটাতেই পাই নি। প্রতি মিনিট বাংলাদেশি কারেন্সিতে মাত্র আট-আনা!! (০.০০৫ ইউরো~০.৫৫ টাকা প্রায়)....শুরুতে একবার কানেকশন চার্জ হিসেবে কাটে বাংলাদেশি কারেন্সিতে সোয়া চার টাকার মত।

(০.০৩৯ ইউরো~৪.২২ টাকা প্রায়).....আর হঠাৎ করে কেটেও যায় না-অন্তত আমার এমনটা হয়নি। তুলনার জন্যে বলতে পারি-এর আগে যেটা ব্যবহার করেছি সেটার কানেকশন চার্জ ছিল না ঠিক ই কিন্তু প্রতি মিনিট বাংলাদেশি কারেন্সিতে পড়ত ৩ টাকা। megavoip এর আরও ভাল একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ল্যান্ডফোনেও একই রেট। অন্য দেশে রেট তুলনামূলক কম না বেশি বলতে পারছি না-আগ্রহীরা নিচের লিংক-এ ক্লিক করে দেখে নিতে পারেন। কিভাবে ব্যবহার করতে হয় সবাই জানেন নিশ্চয়-তারপরও নতুন কারো জন্যে জানিয়ে দিচ্ছি আবার।

নিচের লিংক-এ ক্লিক করুন। ওয়েবপেজ এর ডানপাশে উপরে ' register'-এ ক্লিক করে username আর password দিয়ে register করে নিন। প্রথম পেজ এ এসে 'download'-এ ক্লিক করে download করুন এবং install করে নিন। 'voip connect' নামের programme টি চালু হবে। তারপর username আর password দিয়ে log in করুন।

সেখানে 'buy credit' অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনার ব্যাংক-কার্ডের তথ্য দিয়ে credit কিনে নিন; ভ্যাট সহ ১২.২০ ইউরো এর মত আসবে। আর আপনার অ্যাকাউন্টে এ্যাড হবে ১০.০০ ইউরো। mega voip ধন্যবাদ সবাইকে......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.