আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীদের জমি বিক্রির হিরিক পড়েছে।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বিশ্বে উন্নত দেশগুলোর অর্থনৈতিক মন্দা স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপ আমেরিকায় প্রতি ২৫ সেকেন্ডে একজন লোক চাকুরি হারাচ্ছে। তাদের ব্যাংকের লোন পরিশোধ করতে বিকল্প ব্যাবস্থা হিসাবে অনেক প্রবাসীদের খরিদকৃত জমির সামনে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। হন্যে হয়ে খরিদদার খুঁজছে। রাস্তার চারপাশে বাড়ীর সামনে মার্কেটের সামনে মোবাইল ফোন নাম্বার সহ বিক্রয় হবে লিখা আছে।

আমার প্রশ্ন কে কিনবে । এতো জমি। সাধারনত এক প্রবাসীর জমি আরেক প্রবাসীরা কিনতো এখন সবার একই অবস্থা। যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে উন্নত জীবনযাপনের আশায় মাতৃভূমির মায়া ত্যাগকরে কঠিন জীবন গ্রহন করেছিল তাদের পাশে এখন কেউ নেই । সবাই হতাশ।

এই চাকুরী আছে তো এই নেই। অনেকের ফিরে আসার কোন সূযোগ নেই। এই রকম দূর্যোগপুর্ন অবস্থা একশত বছরের মধ্যে হয়নি । অনেক প্রবিন প্রবাসীরা বলছেন তাদের দুঃখের কথা । আমার সাথে কয়েকজন প্রবীন প্রবাসীর সাথে টেলিফোনে কথা হয়েছে ।

তাদের আরো খারাপ অবস্থা দেশের সম্পদে তাদের কোন দখল নেই। তারা কোথায় যাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.