আমাদের কথা খুঁজে নিন

   

আসবো ফিরে

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...

হেরে যাবো বলে তো যুদ্ধে নামিনি জীবন যুদ্ধ তবু হারিয়ে দিচ্ছে আমায় তোমার স্মৃতি তার সাথে মিশে একাকার চাকরী তবু ভালো লাগে না, আজো রয়ে গেছি তাই বেকার আমার সৃষ্টিশীলতা মার খাচ্ছে বারবার হচ্ছে না কিছুই- গল্প, কবিতা, থিয়েটার কিন্তু জীবনের চাহিদা তো অন্য কিছু সে চায় বিলাসিতা, টাকা এবং ভাল আয় রোজগার। জীবনের কি দোষ? জীবন তো শুনতে চায় বেঁচে থাকার গান গীটারে আমার তাই আজ নতুন সুর, নতুন প্রাণ হয়তো তুমি ভাবছো এই আমার পরাজয় নিজের বিজয়ে খুশি হয়ে মনে মনে হাসছো নিশ্চয়? কিন্তু এ তোমার ভ্রম, আমি হয়ে উঠছি আরো বন্য নিজেকে আমি গুছিয়ে নিচ্ছি নতুন যুদ্ধের জন্য হঠাৎ যখন বিস্ফোরণ হবে আমার সকল ক্রোধের আমি সেই দিনের জন্য নিজেকে করছি যোগ্য নিজের হাতে নতুন করে গড়ছি নিজের ভাগ্য তখন যদি অনুতাপ হয় তোমার অপরাধবোধের। আমি জানতাম ছেড়ে যেতে হবে একটা সময় সকল মায়া নিজেকে করতে তৈরী মাড়িয়ে যেতে হবে নিজেরও ছায়া সেই দিনটি এতো তাড়াতাড়ি এসে যাবে বুঝিনি সেটা তবু ফিরে আসবো জেনো, শুনাবো আমার বিজয়ের কবিতা। ২৮/০৪/২০১১ সকাল ১০.১৬মি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।