আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ডউইথের মূল্যহ্রাস-লাভ আদতে কার এবং প্রতিদিনের বাজার বিক্রেতার জবাবদিহিতা

ব্লগ যেনো আদতেই ব্লগ থাকে এই আশাতে আছি

ব্যান্ডউইথের দাম কমাতে সাধারণ গ্রাহক পর্যায়ে আদৌ কি কোন প্রভাব পরে?পরলেও দূর্ভাগ্যক্রমে আমি তা বুঝতে পারিনি। ব্যান্ডউইথের দাম যখন ছিল পার মেগাবাইট ১৮০০০ টাকা তখন উত্তরার এক আইএসপির শেয়ার্ড লাইন ছিল বাসায় মাসে ১৫০০ টাকার(১টা ২৫৬kbps,১ টা ১২৮kbps)। কারেন্ট চলে গেলে লাইন থাকতো না। আইএসপি কে বলেও লাভ হয়নি, এই সাপোর্ট নাকি ওরা ওদের গ্রাহক কম এমন লোকেশনে প্রভাইড করতে পারবে না যাহোক এর পরে বিটিআরসি ব্যান্ডউইথের দাম কমিয়ে পার মেগাবাইট করে ১২০০০ টাকা তখন আমাদের আইএসপির সাথে যোগাযোগ করলে তারা জানায় লাইনেড় বহু খরচ আছে(!!!) তাদের; তাই ব্যান্ডউইথের দাম ৩৩% কমলে ও মাসিক চার্জ তাদের পক্ষে ৩৩% কমিয়ে ১০০৫ টাকা করা সম্ভব না। তারা আমাকে কমিয়ে ১৩০০ টাকা করতে পারবে বলে জানায় এবং আরো বলে কোন ব্যাখ্যা দেয়া সম্ভব না নিজেদের লাভ তাদের বুঝতে হবে।

আকারে ইন্গিতে বুঝিয়ে দেয় রাখলে রাখেন না রাখলে নাই !!!! আমার প্রশ্ন: -- তাইলে সাধারণ গ্রাহক কিভাবে ব্যান্ডউইথের দাম কমার সুযোগ পুরোপুরি পেল? --আর আইএসপি গুলো কি তারা কিভাবে দাম ঠিক করবে তাদের প্যাকেজের সেটার জন্য কারো কাছে দায়বদ্ধ না? --আমার এলাকায় এর চেয়ে ভাল কোন আইএসপি নেই এর জন্য ওদের যে কোন প্রস্তাব এভাবেই মেনে নিতে হবে? --এ ব্যাপারে বিটিআরসি কি কোন ব্যাবস্থা নিতে পারে না? ============================================ এ বার আসি আরেকটা ব্যাপারে। অনেক মুদি দোকানে কিংবা স্বপ্ন সহ অনেক চেইনমলে বাজার করতে গিয়ে মাঝে মাঝেই দেখি মূল্য পরিশোধ করার সময় গায়ের দামের চেয়ে বেশি ধরা হচ্ছে। জিগ্গাসা করলে উত্তর পাওয়া যায় এখনকার দর বেড়ে গেছে;কিন্তু সেটা নাকি তাদের বেশ আগে কেনা;তাই আগের প্রাইস ট্যাগ রয়ে গেলেও এখনকার দাম রাখা হচ্ছে। ব্যাপারটা হয়তো কিছু ক্ষেত্রে যৌক্তিক ও মনে হতে পারে। অন্তত আমি এক বিক্রেতার উত্তরে তারই প্রতিফলন পেয়েছিলাম।

কিশোর সেই বিক্রেতার উত্তর ছিল- "তারা ব্যবসায়ী তাই লাভের জন্য কম দামে কেনা জিনিস পরে দাম বাড়বে সে জন্য মজুদ করে পড়ে দাম বেড়ে গেলে তা বেশি দামে বেচতেই পারে"। কিন্তু কথা হচ্ছে ধরেন কোন আইসক্রিম কোম্পানি তার প্রোডাক্টের স্বাদে খানিকটা হলে ও ভিন্নতা এনে যদি দাম ৫/১০ টাকা বাড়িয়ে এপ্রিল মাসে ছাড়ে তাতে কি খুচরা বিক্রেতারা তাদের সেই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে কেনা প্রোডাক্ট গুলো বর্ধিত দামে বিক্রি করার লাইসেন্স পেয়ে যান? এখানেও আরেকটা হতাশার ব্যাপার হচ্ছে- তাদের কিনলে কিনবেন না কিনলে নাই;আপনার কথার জবাব দিতে/ব্যাখ্যা করতে বাধ্য নই এ ধরণের মনোভাবের প্রকাশ। ============================================= আমাদের অনেক সমস্যার ভিড়ে হয়তো এগুলো কোন সমস্যাই না;কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে লিখব;তাই লিখেই ফেললাম। বরাবরের মতই অগোছালো ভাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.