আমাদের কথা খুঁজে নিন

   

"ছায়া"



হে! পথচারী এ পথে তুমি একা নও ওদিকটায় দেখছ না! একটা ছায়া হেটে আসছে ক্লান্ত পায়ে ধীরেধীরে। চোখ! তুমি কি দেখতে পাও? জানি দেখতে পাবে না, আমি দেখতে পাই সেই চোখে শেষ বিকেলের আলো। না! কোন আলো নেই মিথ্যে বলেছি আমি, এখানে আছে শুধু একহারা নিল রঙ। এই নিল সেই ইষ্ট-ইন্ডিয়ার নিল না, এই নিল সাগরের নিল এই নিল আকাশের নিল। যে নিলের কোন উৎস নেই শুধুই নিল ... যে নিল অনুভব করতে হয় এখন কি তুমি অনুভব করতে পারছো? জনি তুমি অনুভব করতেও পার না। কিন্তু আমি দেখতে পাই অনুভব ও করতে পারি। যখন ঐ নদীটায় ক্লান্ত হয়ে মুখ ধূতে যাই দেখি আরেক ক্লান্ত মুখ যখন ক্লান্ত শরীরে, চোখ বুঝে ঘাসের বুকে শুয়ে আকাশের দিকে তাকাই অনুভবে আরেক ক্লান্ত মুখ বুঝলে না এখনো? ছায়াটা যে আমার!!! সেই কবে হারিয়ে গিয়েছিল তুমি হারিয়ে যাবার পর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।