আমাদের কথা খুঁজে নিন

   

ছায়া

সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে আমার ঠাই এত রঙ ফেলে কোথায় যাই সব কিছু আছে মনেরি মাঝে আমার নিঃসঙ্গতার আমার সম্প্রচার তোমার কাছে কিভাবে…… আমাকে…… বিদায় দিলে…… নিশ্চিন্ত কি হবে আর সবি অন্ধকার আলোর দেয়ালে নতুন এক আধার যখন সুর্যটা উঠে আমার মনের ভিতরে’ তখন কেন ছায়ার মাঝে এই হৃদয়…… এই সংশয়…… এই প্রত্যয়…… বিস্তৃত অনুভুতি সবসময় স্মৃতি বেদনার পাশে আকাঙ্ক্ষাপ্রীতি আমার হাত চলে যায় আমার পুরনো ক্ষতে কত কি লেখা তোমার মায়ায় জড়িয়ে……নিশ্বাসে……আশ্বাসে…… নীলের উপর নীল ধরে উঠে গেলে কার শুন্যে তাকালেনা ফিরে তুমি গ্রাহ্য করলেনা মাটির সততা এতোই কি লোভোনীয় ছিল সেই নীলের চমক আসক্ত করেছে সেই ভয়াবহতা বিষন্নতা সবুজের টানে তুমি চলে গেলে মলীন বনে বুঝলেনা ঠান্ডা ঘোরের নীরিহ(এখনো তোমাকে আমি চাই) নিঃশব্দে(সবুজের মাঠে আমি যাই) নির্জন ছায়ায় (এখনো তোমার ছায়ায়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।