আমাদের কথা খুঁজে নিন

   

বাসে উঠে কিছু কিছু সময় মানুষ চেনা যায়। মানুষ নামে কিছু পশুও দেখা যায়।



বাসে উঠে কিছু কিছু সময় মানুষ চেনা যায়। মানুষ নামে কিছু পশুও দেখা যায়। সাম্প্রতিক বাসে করে মিরপুর যাচ্ছিলাম। কলাবাগান থেকে এক ভদ্র লোক বাসে উঠল। কন্টাটর ভাড়া চাইতেই সে নিজেকে পরিচয় দিল স্টুডেন্ট।

এইনে ৫ টাকা। কন্টাক্টর বিনয়ের সহিত বলল, আজ শুক্রুবার ভাড়া কম দিয়েন না। এক কথায় পরে ভদ্র লোক বলল টাকাই দিবনা। পারলে ণে। পুনরায় টাকা চাইলে তাকে লাথি মারা হল।

বাসের সবাই ভদ্র লোকের মুখের দিয়ে তাকিয়ে রইল। তার একটাই কথা স্টুডেন্ট কেন ভাড়া বেশি দিব? নামার সমায় হেল্পার বলল টাকা দিলেন না ভাই?? এই কথা শোনা মাত্র, পুনরায় হেল্পেরকে থাপ্পর দিল। কন্টাক্টর বলল, পেটের দায়ে আমরা এই বাসে কন্টাক্টরি করি। ৫ টা টাকা বেশি দিলে কোন ক্ষতি হইত না। আমার কথা হইল,এই সব খাঙ্কির পুত গুলা কেন স্টুডেন্ট এর পরিচয় দেয়? এরা কবে মানুষ হবে? ৫ টাকা তো কত ভাবেই নষ্ট হয়।

এদের সাথে খারাপ ব্যবহার করায় নিজেকে সে কিসের পরিচয় দিল?????? মানুষকে তখনই চেনা যায় যখন সে, নিজের থেকে ছোটদের সাথে ভাল ব্যবহার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।