আমাদের কথা খুঁজে নিন

   

নেতৃত্ব গ্রহণে প্রস্তুতি নিন



মনে রাখবেন, নেতৃত্ব কখনোই ফটোকপি হয়না। যেটা আপনি করছেন সেটা যদি এর চেয়ে ভালো অন্য কেউ করে তবে সেটা আপনি করবেন না। নিজের প্রত্যাশা অন্যের ওপর না চাপিয়ে সমাজের ভবিষ্যত আকাংখার সাথে প্রাসঙ্গিক স্বপ্ন দেখুন এবং নিজেকে প্রস্তুত করুন। অন্যের জন্য ভালো না ভাবলে নিজেও বড় হওয়া যায়না। তাই প্রাণখুলে অন্যকে ভালবাসুন, নিজে সুখে থাকুন, অন্যকে সুখে রাখুন।

নি:সন্দেহে যে অন্যকে ভালবাসে সেই নিজেকে ভালবাসা থেকে বিরত রাখতে পারে। যে নিজেকে ভুলতে পারে তার কাছে পাওয়ার চেয়ে দেয়ার আনন্দ অনেক বেশি । যে যত বড়, বিনয় তার তত বেশি দরকার। ছোট হওয়া উচ্চ পর্যায়ের মানুষের কাজ। তারাই সম্মান পায় যারা নিজের কাজটা দক্ষতার সাথে করতে পারে এবং পরের স্বার্থ হাসিলের জন্যে কাজ করে।

নিজেকে ও জগতকে চেনাটা জরুরী আর নিজেকে চিনতে হলে অন্যকে চেনার বিকল্প নেই। আপনার জীবনের অনুপ্রেরনা আসবে তোমার জীবনের গল্প থেকেই। আপনি যদি নিজেকে ভুলতে পার তবেই অন্যকে সুখী রাখতে পারবে। সাফল্যের ভয় নিজেকে অতি মূল্যবান মনে করা থেকে আসে। ব্যক্তিগত স্বার্থপর মানুষ কখনোই স্বাথর্হীন মানুষের মত উদার ও সাহসী হতে পারেনা।

অন্যের ও নিজের প্রতি, অধিকারের প্রতি সম্মান ও বিশ্বাস থেকেই সাহস আসে। আজকের নবীনদেরই দেশ,জাতি, আদর্শকে ভিত্তি করে নিজেকে কেন্দ্র করে পৃথিবীব্যাপি নেতৃত্ব ছড়িয়ে দিতে হবে। নেতা হতে পারে সাহসীরাই । ভীরু মানুষ নিজেকে খুব মূল্যবান মনে করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এদের মাধ্যমে মুক্তি আসে না।

প্রকৃত নেতা অন্যের জন্য জীবন সঁপে দেয়। নেতৃত্ব রাজপ্রাসাদ থেকে নয় , আসে মাটি, ঘাস ও দুঃখ-বেদনা থেকে। ভোগ, লোভ ও অহমিকা নেতৃত্বকে ধ্বংস করে। নেতৃত্বের বড় গুণ হচ্ছে বিপদে ভেঙে না পড়া, খারাপ সময় কীভাবে পার করতে হয় এবং কঠিন সময়ে কীভাবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্তে অবিচল থাকতে হয় এসব আয়ত্ত করা। তাই পরিকল্পিত জীবন গড়ুন।

পড়বেন, দেখবেন, শুনবেন , বুঝবেন, ভাববেন তার চেেয়ও বড় কথা সিদ্ধান্ত নিবেন , আমল করবেন। চিন্তাশক্তি , ইচ্ছাশক্তি ও শারীরিক শক্তির সঠিক ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমে আগামীর পৃথিবী গড়ার নেতৃত্ব গ্রহণে সক্ষম করে নিজেকে গড়ে তুলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.