আমাদের কথা খুঁজে নিন

   

নেলসন ম্যান্ডেলা'র চিঠি



(নেলসন ম্যান্ডেলা ১৯৭৫ সালের ১লা ফেব্রুয়ারি উইনি ম্যান্ডেল কে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিরই উল্লেখযোগ্য অংশ নিম্নে তুলে ধরা হলো ) ... কারাগারের খুপরি হচ্ছে নিজেকে জানতে শেখার উপযুক্ত এক স্থান; এখানেই মন-মানসিকতার মতি গতি ও পরিবর্তনের পরম্পরাকে প্রতক্ষ্য ও বাস্তবানুগভাবে খোঁজ করা যায়। ব্যক্তি হিসেবে আমরা যখন আমাদের অগ্রগতির বিচার করতে যাই তখন সামাজিক অবস্থান, প্রভাব প্রতিপওি, বিও-বৈভব আর ’সার্টিফিকেটের শিক্ষা’-র মতো অলংকৃত বিষয়সমূহ মানদন্ড হিসেবে আমাদের মনযোগের কারণ হয়ে দাঁড়ায়। এই পার্থিব জীবনের সাফল্য মাপতে এই ব্যাপারগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ তবে অনেকে যখন এইসকল অলংকার অর্জনে নিজেকে বিলিয়ে দেয় তখন এই সবের আমলযোগ্যতা আরও প্রবলভাবে উপলব্ধি করতে পারা যায়। কিন্তু মানুষ হিসেবে বেড়ে ওঠার মাপকাঠি নির্ণয়ে মনের ভিতরের অন্তর্নিহিত বিষয়সমূহ হয়তো আরও বেশী তাৎপর্যময়।

সততা, সচেতনতা, সরলতা, মানবিকতা অমায়িকতা, পরের তরে নিজেকে বিলিয়ে দেয়া- এই সকল গুণ সব মনের নাগালের সীমার মাঝেই থাকে; নিভৃতে হয়ে থাকে আধ্যাতিœক মনের ভিত্তি স্তম্ভরূপে। এই সকল অন্তর্নিহিত গুণ করায়ত্ত করা তখনই অসম্ভব- যখন তুমি অজানাই রয়ে যাও তোমার নিজের কাছে; যখন তুমি জানো না তোমার দুর্বলতা কোথায়; যখন তুমি অন্ধ তোমার ভুলগুলো নিয়ে। দ্রষ্টব্য: চিঠিটি ”নেলসন ম্যান্ডেলা: কনভারসেশন উইথ মাইসেলফ্” শীর্ষক বই থেকে নেয়া। আর অনুবাদটি স্বীয় প্রচেষ্টায় করা; তাই ভুল থাকাটা খুবই স্বাভাবিক। তবে ভুলগুলো শুধরে দিলে বাধিত থাকবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।