আমাদের কথা খুঁজে নিন

   

নেলসন ম্যান্ডেলা মৃত্যু বরণ করেছেন।

ইকোনোমিস্ট

সাউথ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী নেতা, প্রাক্তন প্রেসিডেন্ট নেলস ম্যান্ডেলা (১৯১৮ - ২০১৩) মৃত্যু বরণ করেছেন আজ। কালো আফ্রিকার মুক্তির জন্য সংগ্রাম করেছেন আজীবন, কালো আফ্রিকানদের অধিকার আংশিকভাবে প্রতিস্ঠিত করেছেন; কিন্তু অর্থনৈতিক উন্নয়নে বিরাট কোন ভুমিকা রেখে যাননি; যাক, দক্ষিণ আফ্রিকানরা এদিকটা সহজে বুঝবে না অনেক বছর। বর্ণবাদের শিকার হয়ে ২৭ বছর জেলে কাটানোর পর, সাদাদের উপর কোনরুপ প্রতিশাধ নেয়ার চেস্টা করেননি: শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। পুরো জীবন আফ্রিকানদের জন্য সংগ্রাম করলেও মাত্র ৫ বছর ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হিসেবে; তারপর প্রত্যক্ষ রাজনীতি থেকে পেছনে চলে যান; যা উনাকে সন্মানের জায়গায় প্রতিস্ঠিত করেছে। সম্পদ থাকা সত্বেও, সাউথ আফ্রিকা আজ অর্থর্নৈতিক সমস্যায় ভুগছে, জন জীবনে শান্তি নেই: হত্যাকান্ড, এইডস, দুর্নীতি জাতিকে পেছনে টেনে ধরেছে। ম্যানডেলা ইউরোপীয় কয়াপিটেলিজমে বিশ্বাস করতেন; কিন্তু পেছনে পড়া কালো আফ্রিকাকে সামনে আনার জন্য ইউরোপীয় ক্যাপিটেলিজম সঠিক নয়; কারণ ইউরোপীয়ানরা আগেই সবকিছু দখল করে রেখেছিল। এদিকটা ুনি বুঝতে পারেননি, অথবা উনি এটাকে সমস্যা মনে করেননি। অনেক বাংগালী আজকাল সাউথ আফ্রিকায় যাচ্ছেন সামান্য ব্যবসা বাণিজ্যের আশায়; কিন্তু আফ্রিকা কঠিন হয়ে যাচ্ছে দিনদিন; যদিও সাদারা ক্ষমতায় নেই, আফ্রিকানরা সাদাদের ভয় ও সমীহ করে চলে; কিন্তু হত দরিদ্র বাংগালীরা সে সুযোগ পাবে না; বরং আফ্রিকানদের রোষে পড়ে কস্ট পেতে পারেন, অনেকে প্রাণ হারাতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।