আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় সচিবালয়ের লিফটে আটকে পড়লেন ভারতের বিমাণমন্ত্রী...

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...

বিদ্যুৎ বিভ্রাটে লিফটে আটকা পড়লেন ভারতের বিমাণমন্ত্রী ভায়ালার রবি। আজ বুধবার দুপুরের দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ২ নম্বর লিফটে ৭ মিনিট তিনি আটকে থাকেন। তিনি আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। ঢাকায় অনুষ্ঠিত অভিবাসী শ্রমিকদের স্বার্থরক্ষায় শুরু হওয়া কলম্বো প্রসেসের সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকায় আসেন। লিফটের অপারেটর আহমেদ হোসেন জানান, সকাল সাড়ে দশটা থেকে পরবর্তী ৭ মিনিটের মতো তিনি সেখানে আটকে থাকেন।

তিনি বলেন, 'লিফট বিভ্রাটের পর নিচে নেমে এলে মন্ত্রী পরে পাশের ৩ নম্বর লিফটে উপরে ওঠেন। ' এদিকে ৬ নম্বর ভবনের লিফট অপারেটররা জানান, সকাল থেকে কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় একাধিকবার লিফটগুলোতে এ সমস্যা হয়েছে। কিছু সময় লিফটগুলো বন্ধও থাকে। উল্লেখ্য এর কয়েকদিন আগেও সচিবালয়ে লোডশেডিং সমস্যা নিয়ে আলোচনা সভায় পরপর ২ বার বিদ্যুৎ চলে যায় এবং এর কারনে কর্তৃপক্ষ অনেক সমালোচনার শিকার হয়। কেউ কেউ মন্তব্য করেন সচিবালয়ের মতো জায়গায় এমন পরিস্থিতি হলে দেশের প্রত্যন্ত তথা ঢাকা ও ঢাকার বাইরের অবস্থা কি তা সত্যিই অনুমান করা কঠিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।