আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান সংশোধন কমিটি অগণতান্ত্রিক



সংবিধান সংশোধন কমিটি জামাতকে বাদ দিয়ে অন্যান্য দলের সঙ্গে একত্রিত হয়ে সংবিধান সংশোধন করতে চায়। সংবিধান হচ্ছে গণতন্ত্রের প্রাণ। আর গণতন্ত্র হচ্ছে সকল দল-মত এবং সকল মানুষের মানবিক ও নৈতিক অধিকারকে সন্মান করা ও স্বীকার করা। কিন্তু কমিটি অন্য একটি দল এবং তার সমর্থকদের কোন অধিকার স্বীকার করছে না। অতএব এতে প্রমাণিত হলো যে উক্ত কমিটি অগণতান্ত্রিক।

এখন জামাতের উচিত ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে সকল ইসলাম বিরোধী ও গণতন্ত্র বিরোধী দলকে নিষিদ্ধ করে শুধুমাত্র ইসলামী দল থাকবে এই উদ্দেশ্যে আন্দেলন করা। আর ইসলামী দল হিসেবে তাদেরকেই গণ্য করা হবে যারা কোরান ও সুন্নাহর আলোকে দল গঠন করবে ও সংবিধান তৈরি করবে। মুসলমানদের বিশ্বাসের সংগে সঙ্গতি রেখে আইন তৈরি হলেই মুসলমানরা সত হবে, পরিশ্রমী হবে এবং উন্নতি করবে। বিশ্বাসের পরিপন্থি রাস্তায় হাটতে গেলে মানুষ উতসাহ পায়না, অলস হয় এবং অসত হয় ও ফাঁকীবাজ হয়। সারা বিশ্বে যেটা লক্ষ্য করা যাচ্ছে।

যাই হোক উক্ত অগণতান্ত্রিক কমিটির সাথে যদি বি এন পি মিটিং করে তবে তাতে প্রমাণিত হবে বি এন পিও গণতান্ত্রিক নয়। দ্বিতীয়ত: মুসলিম পরিচয় দিয়ে যে সব দল আল্লাহর আইনের বিরোধী আইন প্রতিষ্ঠা করে তারা মূলত সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। তৃতীয়ত: একমাত্র মুসলিম নামধারী শাসকশ্রেণীই মুসলমান তথা তাদের নেতৃবৃন্দের সাথে অমানবিক ব্যবহার করে থাকে, যেটা অমুসলিমরাও করে না বা করতে সাহস পায় না। এর প্রমাণ লক্ষ্য করতে থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.