আমাদের কথা খুঁজে নিন

   

গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সফল করুন। (রিপোষ্ট)

আজ তুমি অন্যের...........প্রীতি! গণজাগরণ মঞ্চ থেকে উত্থাপিত ছয় দফা দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ। হরতালের কারণে গণস্বাক্ষর কর্মসূচী ব্যহত হবার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের এই কর্মসূচীতে সুষ্ঠভাবে অংশগ্রহণের লক্ষ্যে ২২ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচীর সময় বাড়ানো হয়েছে। সব গণজাগরণ মঞ্চ থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে এর সঙ্গে একত্মা প্রকাশ করে এই অভিযানকে সফল করুন। নিজেকে একজন প্রজন্ম যোদ্ধা হিসেবে গড়ে তুলুন,দেশ জাতি তথা নিজেকে কলংক মুক্ত করুন। সত্যের জয় চিরদিনে হয় সত্যের পথে থাকুন সকল বিভ্রান্তি সাহসিকতার সঙ্গে প্রতিহত করুন অহিংস প্রতিবাদে।

ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে। জয়বাংলা। “গনজাগরণ মঞ্চ” থেকে উত্থাপিত ছয় দফা দাবিঃ- ১) ঘাতক জামায়াত-শিবিরের হামলায় শহীদ রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। ২) ২৬ শে মার্চের পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতক সন্ত্রাসী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়তে ইসলামীর বিরুদ্ধে সংশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। ৩) অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস, যে উৎস থেকে সকল প্রকার জঙ্গিবাদী এবং দেশবিরোধী তৎপরতার আর্থিক যোগান দেয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

৪) যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল ও অব্যহত রাখতে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ীরূপ দিতে হবে। ৫) গমানুষের নিরাপত্তার স্বর্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তান্ডব বন্ধে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করে সকল সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ্য অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানা সমূহ উৎখাত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ করে দিতে হবে। ৬) যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িক উস্কানিদাতা গণমাধ্যমগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। গণস্বাক্ষরের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুনঃ- মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আকারে পিডিএফ ফাইল আকারে।

ফরম ডাউনলোড করে ছড়িয়ে দিন আপনার আশেপাশে, আমাদের সহযোদ্ধারা অনেকেই ঢাকার এবং বাংলাদেশের বাহিরে থাকেন এবং অনেকেই আছেন যারা শাহবাগ কিংবা নিজ নিজ এলাকার গণজাগরণ মঞ্চে বিশেষ কোন কারণে যেতে পারছেন না কিংবা যেতে না পারলে গণস্বাক্ষর এর জন্য ... আমাদের প্রয়াস এই গণ স্বাক্ষর অভিযান টি বাংলাদেশের প্রতিটা আনাচে কানাছে পৌঁছে যাক ... আপনারা ফরম টি পুরণ করে স্ক্যান কপি কিংবা হার্ড কপি নিচের ঠিকানায় পাঠিয়ে দিন। এই ইমেইল আইডিতে। অথবা, ফেসবুকের এই পেজে। তা যথাসময়ে মূল গণজাগরণ মঞ্চে পৌঁছে যাবে। গণস্বাক্ষর কর্মসূচী ৭মার্চ পর্যন্ত চলা কথা থাকলেও হরতালের কারণে এই কর্মসূচী ব্যহত হবার জন্য তা ২২ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আপনারা যারা এখনো গণস্বাক্ষর কর্মসূচীতে কোন কারণে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একটি পিটিশন খোলা হয়েছে White House-এর অফিশিয়াল পেইজে। এটায় ২৫ হাজার স্বাক্ষর বা ভোট পড়লে কোনো একজন কর্মচারী এটা নিয়ে বক্তব্য দেবেন। যদি ১ লক্ষ স্বাক্ষর পড়ে তাহলে স্বয়ং প্রেসিডেন্ট ওবামা এটা নিয়ে আনুষ্ঠানিক বার্তা দেবেন। এটা হয়তো অনেকেই এতক্ষণে জেনে গিয়েছেন এবং অনেকে ভোট করেছেন।

ভোট দেবার জন্য লগইন করুন। ] ভোট দেবার পদ্ধতিঃ- 1. "create a petition" এ ক্লিক করুন। 2. এর পর "Create Account" এ ক্লিক করুন। 3. প্রয়োজনীয় তথ্য দিয়ে account তৈরি করুন। Note: zip code দেয়ার প্রয়োজন নাই 4. এর পর আপনার E-Mail এ আসা কনফার্মেশন mail এর link click করুন।

5. এখন "SIGN THIS PETITION" বাটনটি ক্লিক করুন। সবাইকে জানিয়ে দিন। সময় ১৫ই মার্চ ২০১৩ পর্যন্ত। একজন একাধিক email id ব্যাবহার করে একাধিক ভোট করতে পারবেন। আমরা ১৬ কোটির পরিবার মাত্র ১ লক্ষ স্বাক্ষর যোগাড় করে আমাদের যুদ্ধ ময়দান শাহবাগকেও অবশেষে বিশ্বমানচিত্রে নিয়ে আসতে পারি।

সবার সুস্বাস্থ্য কামনা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.