আমাদের কথা খুঁজে নিন

   

রাজকীয় বিয়ে-১, মিডিয়ায় গুজবের ঝড়

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
মিডিয়ায় গুজবের ঝড় বৃটেনের রাজ পরিবারে রাজকীয় বিয়ের উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই। আসছে ২৯ এপ্রিল জীবন সঙ্গী হিসেবে গাট বাধছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। আলোচিত এ বিয়ে নিয়ে বিশ্ববাসীর মনে কৌতুহলের শেষ নেই। থেমে নেই বৃটিশ মিডিয়াও! রাজপরিবারের এ বিয়ে নিয়ে নানা রকম মুখরোচক আর শ্রুতি মধুর গুজবে ঠাসা মিডিয়ার পরতে পরতে। আনন্দপূর্ণ চাঞ্চল্যকর এসব গুজবকে শুধু গুজব হিসেবেও দেখতে নারাজ বৃটিশরা।

তাদের মতে, এটি হচ্ছে অনুমান নির্ভর তথ্যপূর্ণ সংবাদ। নিরাপত্তার স্বার্থে স্বাভাবিক কারনেই মিডিয়াকে এড়িয়ে চলেন সেলিব্রেটিরা। আর যে পরিবারের সবাই বিশ্বব্যাপী সেলিব্রেটি, বৃটেনের সেই রাজ পরিবারের কথাতো বলার অপেক্ষাই রাখেনা। মিডিয়ার লোকজনও কম যায় না! কাছে ঘেষতে পারছেন না তো কি হয়েছে? দুর থেকে দেখে যা বোঝা যায় তাই বা কম কিসের। পাঠকদের জন্য সে চমকপ্রদ তথ্যটি তুলে ধরতে আদা জল খেয়ে লেগেছে বৃটিশ মিডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম।

পাপারাজ্জিদের নজরের বাইরে যাওয়ার জন্য কেউ কেউ রীতিমতো গোয়েন্দা নিয়ে চলাফেরাও করতে বাধ্য হন। রাজপরিবারের আলোচিত এ বিয়ে উপলক্ষে গৃহিত প্রতিটি কর্মকান্ডের তথ্য ও ধারণা বৃটিশসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যারপরনাই চেষ্টায় নিয়োজিত মিডিয়াকর্মিরা। প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের বিয়ে নিয়ে বৃটিশদের আগ্রহ উপচে পড়ছে। আর এর মুল বিষয়গুলো হচ্ছে, বিয়ে উপলক্ষ্যে কোথায় পোষাক বানাতে দেয়া হচ্ছে, কে পোষাকের ডিজাইন করছেন, বিয়ের আগে কি কি রাজকীয় কর্মসূচী নেয়া হচ্ছে, কে কে নিমন্ত্রণ পাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে নব-দম্পতি কোন পোষাকে আসবেন, কে বিয়ে পড়াবেন, কোথায় পড়াবেন, খাবার তালিকায় কি কি রসনা থাকবে, বিয়ের পর উইলিয়াম ও কেট কোথায় উঠবেন? ইত্যাদিসহ আরো অপ্রকাশিত অনেক বিষয়। বৃটিশদের আগ্রহকে আরো উৎসাহ দিতে উপরোক্ত বিষয়সহ আরো বিভিন্ন বিষয়ে বিভিন্ন চটকদার খবর বেড়িয়েছে বৃটিশ মিডিয়ায় যেটাকে গুজব বলে আনন্দে বাধা দেয়া ঠিক হবেনা বলে মনে করেন কেউ কেউ।

উপরোক্ত বিষয় ছাড়াও নিরাপত্তার ব্যাপারটি নিয়েও ভাবছে বৃটিশরা। এমনই একটি খবর প্রকাশ করেছে লন্ডন ইভিনিং ষ্টান্ডার্ড পত্রিকা। রাজকীয় এ বিয়ের অনুষ্ঠানে নৈরাজ্যবাদীদের হামলা হতে পারে উল্লেখ করেছে তারা। বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে পরিণত হওয়া রাজকীয় বিয়ের মাধ্যমে ২৯ এপ্রিল জীবন সঙ্গী হিসেবে আবদ্ধ হতে যাচ্ছেন কেট ও উইলিয়াম। রাজ ক্ষমতার উত্তরাধিকারী, চার্লস এবং প্রয়াত প্রিন্সেস ডায়ানার বড় ছেলে উইলিয়ামের বিয়ে নিয়ে রাজ পরিবারের মতোই উৎসুক দৃষ্টিতে অপেক্ষা করছে সারা বিশ্ব।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।