আমাদের কথা খুঁজে নিন

   

রাজকীয় ছড়া (বুশের জুতাগ্রহন উপলক্ষ্যে)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

রাজকীয় ছড়া সাতসকালে খবর দিলো ভোয়া, বুশ গাধাটার শখ, খাবে সে ছেলের হাতের মোয়া। "ছেলের হাতের মোয়া খাওয়া, নয়কো সোজা কথা" ভাবতে গিয়ে রামসফেল্ডের বাড়লো দাঁতের ব্যাথা। খানিক বাদেই বিবিসিতে কয়, সরষের ফুল দেখে চোখে, ব্লেয়ার পেলো ভয়। "সর্ষেফুলে ভয় পাওয়া, নয় চাট্টিখানি কথা!" ভেবে ব্যাকুল, জ্যাক দাদাভাই -- বাড়ছে চোখের ব্যাথা। এনএইচকেতেও কোইজুমির লেটেস্ট খবর বলে, অশ্বডিম্ব কিনতে গ্যাছেন, লোকাল আস্তাবলে।

"লাঞ্চে শুধুই অশ্বডিম্ব! কত্ত মহান নেতা!" ভেবেই অবাক, টের পান আবে, স্টমাকের ব্যাথা। বিকেল বেলা আল-জাজিরা কাভার নিউজ করে, ডুমুর ফুলে কিং ফাহাদের বাগান গেছে ভরে। "ডুমুরের ফুল! বাদশা মহান! নিত্যনতুন প্রথা!" ভাবছেন উজির, পাচ্ছেনও টের, উটকো নাকের ব্যাথা। সকাল বিকাল রাজ-রাজড়ার নিউজ সবাই পড়ে, আমরা দেখি ক্লাস্টারবোম নামছে আকাশ ফুঁড়ে। ****************************************** সচলায়তনে আগে একবার দিয়েছিলাম সত্যিকারের প্রতিবাদী লেখক ফারুক ওয়াসিফকে উৎসর্গ করে।

আজ আরেক দারুণ প্রতিবাদীকে দেখলাম, ইরাকের সাংবাদিক মুন্তাজির আমি কল্পনা করলাম, এবার দেশে গেলাম, জামাতের কোন অনুষ্ঠানে গেলাম, একেবারে পায়জামা পাঞ্জাবী আর টুপি পরে, তারপর একসময় মুন্তাজিরের মতোই ছুঁড়ে মারলাম পায়ের চটিটা -- একেবারে নিজামীর চোপা বরাবর। তারপরের কনসিকোয়েন্সগুলো কল্পনা করেই বুঝলাম আমাকে দিয়ে হবেনা, আমাকে দুসপ্তাহ পর ফিরতে হবে কোম্পানীর প্রোডাক্ট ডিজাইনের কাজে ফিরে আসতে। তবে আশা করি কেউ কেউ আছে, যারা এভাবে যা স্বপ্নে দেখে সেটাকে বাস্তব করে ফেলে -- তারাও হয়ত একই স্বপ্ন দেখবে। তাদেরকে লাল সালাম। *************************************************** রিগ্যান-গর্বাচেভকে নিয়ে লেখা কাছাকাছি ধরনের একটা ছড়া ছোটবেলায় কোথায় শুনেছিলাম।

সেই ছায়া ধরে লেখা, তাই এটাকে পুরোপুরি মৌলিক বলা যাচ্ছেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।