আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগ



পৃথিবীর কোন দ্বীপে যদি তোমার অভিযোগগুলো বেড়াতে যেত তবে, তুমি আর তুমি রইতেনা এই অভিযোগ গুলোই যদি তোমায় ছেড়ে না যায় তবে হয়ত, আমায়ই নিতে হবে স্বেচ্ছা নির্বাসন। তোমার কন্ঠস্বর শোনার জন্য হাতের মুঠোয় ফোন নেই ফোন খুললেই অভিযোগ শুনি; এখন ফোন করিই অভিযোগ শোনার জন্য। হঠাৎ যেদিন শুনিনা, ফোনের বিলটার পানি আলিঙ্গনের শব্দ শুনি; ক্লাসে দেরী করলে অভিযোগ খেতে দেরী করলে অভিযোগ শার্টটা শাদা পরলে অভিযোগ চিঠি না লিখলে অভিযোগ জীবনে এত দেরী করে এলে কেন, তাতেও অভিযোগ। তোমার অভিযোগ দিয়ে আমি স্নান করি সর্বক্ষন, সময়ের প্রয়োজনে ক্লান্ত, এই আমি যখন সাঁঝের আলোয় স্পর্শ করি বাসের লোহার হাতল, নীড়ে ফেরা পাখিরা বলে যায় কেউ একজন; কেউ একজন স্রেফ এক আকাশ অভিমান আর এক সমুদ্র অভিযোগের জল নিয়ে বসে রয়েছে আমার হাতের স্পর্শ পেতে; আমার কল্পনার ডানা তার চুল ছুঁয়ে দেয় হাত ছোয়, বাসের হাতল। নিজের ওপর অভিযোগ বাড়ে আমার ভালবাসা বাড়ে তার ওপর এভাবে অভিযোগে অভিযোগে এত ভালবেসে ফেলেছি যে এখন মনে হয়, তোমার অভিযোগগুলো না থাকলে আমি হয়ত ভালইবাসতে পারতাম না ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.