আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগ!!!



আমার কান্না গুলোকে তুমি হাসিতে বদলাতে চেয়েছ, কখন ও কি চেয়েছ আমার কান্নার মাঝের কষ্ট গুলো কে একটু ছোঁয়ে দেখতে? আমার লেখা কবিতা টা কে গানের সুরে রূপ দিয়েছ। আমার মতো করে আবৃত্তি করতে তোমার ভালো লাগে নি। আমি তোমার জন্য অপেক্ষা করেছি রাত এর পর রাত রাত পেরিয়ে দিন হয়েছে আমি তখন ও ছিলাম, আলোর প্রদীপ খুঁজে খুঁজে আমি ক্লান্ত- তুমি আলো জালিয়ে আমায় না দেখার অভিনয় করেছো, আলোর দেখা আমি কখন ও ই পাই নি হয়ত তুমি আমাকে অন্ধকারে রাখতে ভালবাসতে। মনে পড়ে তুমি হন্য হয়ে একটু সুখ ছেয়েছ? আমি যে তখন দুঃখ কে আলিঙ্গন করি এটি তুমি বোঝো নি। আমার মনের লোকানো কষ্ট আমি হাসি দিয়ে ঢেকেছি। তুমি কি কখন ও বুঝো নি আমার বেদনা গুলো না প্রকাশের ভাষা পেয়ে মুখ থুবড়ে কাঁদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.