আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষস্থান হারালেন সাকিব



শীর্ষস্থানটা আর ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। বাংলাদেশি অধিনায়ককে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সদ্যসমাপ্ত বাংলাদেশ সফরে নজরকাড়া পারফরম্যান্স করার পুরস্কারটা পেলেন ওয়াটসন। তিন ম্যাচে এই অসি ব্যাটসম্যানের সংগ্রহ ২৯৪ রান। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে রয়েছে অপরাজিত ১৮৫ রানের ইনিংস।

গড়েন এক ম্যাচে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড! বল হাতে অবশ্য এতটা সফল হননি ওয়াটসন, শিকার করেন তিনটি উইকেট। ৪২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়াটসন। দ্বিতীয় স্থানে নেমে আসা সাকিবের পয়েন্ট ৩৮৪। ওয়ানডে ব্যাটসম্যান ও বোলারদের সেরা দশের তালিকায় বাংলাদেশি কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। টেস্ট ব্যাটসম্যানদের সেরা দশের তালিকায়ও কেউ নেই।

তবে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব। আর বোলারদের তালিকায় তাঁর অবস্থান অষ্টম। টেস্ট বোলারদের তালিকায় সাকিবের ঠিক পরে থাকলেও ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষস্থানটা ড্যানিয়েল ভেট্টোরির দখলে। আর ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ওয়েবসাইট।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.