আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষস্থান ধরে রাখলো আতলেতিকো

এই জয়ের ফলে শীর্ষস্থানও সুসংহত আতলেতিকোর। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯।

শনিবার ঘরের মাঠ ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে স্ট্রাইকার দিয়েগো কস্তাকে ছাড়া খেলতে নামলেও প্রথম গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আতলেতিকোকে।

১৪ মিনিটে রাউল গার্সিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আরেক মিডফিল্ডার কোকের কর্নার থেকে হেড করে গোলটি করেন স্পেনের এই মিডফিল্ডার।



তবে এগিয়ে যাওয়ার পর রক্ষণ সামলাতে মনোযোগী হয়ে ওঠে এবারের আসরের চমক আতলেতিকো। এ সময় ভিয়ারিয়াল আক্রমণে উঠে এলেও গোলের দেখা পায়নি।

তবে দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণে উঠে আসে স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান স্ট্রাইকার দাভিদ সিলভা। ৭৪তম মিনিটে গার্সিয়ার জোরালো শট ফিরিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক।



দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার বেশ কবার সুযোগ পেয়েছিল অতিথিরা; কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আতলেতিকো।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.