আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিকের স্বপ্ন ১

I have some dreams and as a Bangladeshi citizen I want to talk about my dreams freely without being interfeared or affected by anyone.

আমাদের দেশের উন্নয়নের দুটি মূল বাধা হছে বিদ্যুৎ ঘাটতি ও দুর্নীতি । আমাদের দেশের সরকারপ্রধান যারা ছিলেন বিগত কয় বছরে তারা কেউ উপলব্ধি করতে পারেনি যে বিদ্যুৎ ছাড়া একটা দেশ একদমি অচল । উপলব্ধি করলে বাংলাদেশ আজ বিদ্যুতের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ থাকতো। এই ২০১১ সালে এসে যদি বিদ্যুতের উপকারিতা বোঝাতে হয় আমাদের রাজনিতীবিদদের তাহলে হতাশার আর সীমা পরিসীমা থাকে না। কিন্তু বাস্তবেই আমাকে আজ এটা করতে হয়েছে।

বিদ্যুৎ ছাড়া কল কারখানা চলবে না । আমাদের দেশে বিদ্যুৎ যদি পর্যাপ্ত পরিমান উৎপন্ন হতো তাহলে দেশে বিনিয়োগ বাড়ত আর রাজনিতিবিদেরা যদি বিদ্যুৎ প্রকল্পের কমিশনটা দেশের উন্নতির কথা ভেবে কয় বছর না রাখতেন তাহলে কোটি মানুষের উপকার হতো। একটা উন্নয়ন প্রকল্প মন্ত্রী, আমলা আর রাজনিতীবিদদের ঘুষ না দিয়ে আলোর মুখ দেখে না, তার উপর আছে প্রকল্প বাস্তবায়নকারীর নিম্নমানের উপাদান ব্যবহার, সময়মত প্রকল্প বাস্তবায়ন করতে না পারা ইত্যাদি নানাবিধ সমস্যা । আমরা নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থকে ছোট করে দেখি । এটা পাল্টাতে হবে।

জনগনের ভোটে খমতায় এসে তাদেরি লুটে খেতে তো উনাদের লজ্জা করেনা । ছেলে মেয়েকে বিদেশে পড়িয়ে আর দেশের মানুষকে অন্ধকারে রেখে আপনারা অনেক সোয়াবের কাজ করেছেন। আর এজন্য আমি সকল দুর্নীতিবাজদের একটি তালিকা এবং তাদের দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য একটি ওয়েবসাইট এ প্রকাশ করার অনুরোধ জানাছি। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করুন এবং জনগণকে সচেতন করতে তাদের তালিকা প্রকাশ করুন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.