আমাদের কথা খুঁজে নিন

   

একজন অসেচতন নাগরিকের চাওয়া !

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

আমি একজন অসচেতন, বোকাসোকা নাগরিক। বাংলাদেশের অধিকাংশ মানুষই এই দিক । গণতন্ত্র, পুজীবাদ, স্বৈরতন্ত্র, ধর্মতন্ত্র । বুঝিনা ওসব, ভালভাবে বাচব এটাই মূলমন্ত্র । তিন বেলা খেতে চাই, খাবার পেতে কাজ চাই ।

শান্তিতে বাচতে চাই, শান্তির থাকবে সন্ত্রাস নাই । কোন বেটা আর কোন বেটিতে করবে শাসন , জানি কেউ নয় মোদের আপন । দেশ যদি চালায়, চালাক বলদ, আমি চাই নগদ । সুবিধাবাদীদের সুবিধাই বানাইছে আইন, আমদের মস্তিষ্কে দিয়েছে পাইন । সাজে বুদ্ধিজীবী,,দেখায় টকশো কয়েকটা দিন আমাদের কাছে এসে বস।

বুঝবে ঠেলা,, আকাশ ফুটো করা বাক্য নয়, জীবন সংগ্রামে কেমন তিলে তিলে হচ্ছি ক্ষয় । সংবর্ধনা খায় মন্ত্রীরা, আন্দোলনে গলা ফাটায় বিরোধীরা । আমরা বোধাই চলি যে দলে মোরা । মার খাও, খাও হারাম, কর দালালী । চোর বাটপারে দেশের ভান্ডার খালী ।

আমরা অসচেতন, গাধার বাচ্চারা, যেমন নাচায়,নাচ্ছি আমরা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.