আমাদের কথা খুঁজে নিন

   

জানলার ধারে সকাল – টি.এস. এলিয়ট

ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা

জানলার ধারে সকাল – টি.এস. এলিয়ট ওরা মাটির নিচের রান্নাঘরে সকালের নাশতার প্লেট নাড়াচাড়া করছে, আর আমি বুঝতে পারছি সড়কের পায়ে মাড়ানো প্রান্ত ধরে গৃহপরিচারিকাদের স্যাঁতসেতে আত্মা এলাকার গেটগুলোতে নিরাশায় ফুটে উঠছে। কুয়াশার বাদামি ঢেউগুলো সড়কের তলা থেকে ভাঙাচোরা মুখগুলো ছুঁড়ে দিচ্ছে আমার দিকে আর ছিঁড়ে আনে কাদাভর্তি স্কার্টপরা এক পথচারীর অকারণ হাসি, যা হাওয়ায় ভাসতে ভাসতে ছাদের কাছাকাছি এসে মিলিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।