আমাদের কথা খুঁজে নিন

   

জানলার ফাকে



বেশি ভাগ সময় রিকশায় বের হই । রিকশা যেহেতু ছোট খাট গলি দিয়ে যায় তাই সুন্দর অসুন্দর সব বাসাই চোখে পরে । দিনের আলোতে এসব বাসার বাইরের সৈীন্দর্য চোখে পরে । আর রাতের অন্ধকারে যখন বাসা গুলোতে আলো জ্বলে তখন তাকিয়ে থাকি । ভেতরে কি হচ্ছে ত্রীব আকাঙ্খা থাকে ।

প্রতিটা বাসার আলাদা গল্প ,আলাদ মানুষ । বেশি ভাল লাগে যখন দেখি 25 পাওয়ারের লাইট জলতেছে । যদিও কখনও বাসাগুলোর পুরো কাহিনী জানা যায় না । আসবাব ,চিৎকার ,লাইট,গেট আর বারান্দা দেখে কিছুটা ধারনা করা যায় । দেখি , ভাল লাগে , চিন্তা করি ।

আসলে শুধু শুধু রিকশায় বসে থাকার কোন মানে আছে তারচেয়ে কিছু দেখি । কিন্তু আজকে সকালে 2 বার রিকশা থেকে পরতে পরতে বাচছি । কলেজে যাবার সময় দেখি অনেক আইসএিম এর গাড়ি ওদিকে তাকালাম পাশের রিকশার চাকার সাথে বারি খেল আমি যে রিকশায় ছিলাম । সকাল সকাল মুড খারাপ করতে চাইনাই । কিছু বললাম না ।

তারপর আসার সময় আবার একই ঘটনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।