আমাদের কথা খুঁজে নিন

   

যে কবিতাটা হাজার বার শুনি, তবু অর্থ বুঝিনাঃ যেতে যেতে + ডাউনলোড লিঙ্ক।

এখানে উদ্ভট কিছু লেখা পাওয়া যেতে পারে। ভালো না খারাপ লাগলো জানাবেন প্লিজ।

যেতে যেতে তারপর যে-তে যে-তে যে-তে এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা পরনে উড়ু-উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ।

এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখল সময় তারপর কানের কাছে ফিসফিস করে বলল- দেখলে ! কাণ্ডটা দেখলে ! আমি কিন্তু কক্ষনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম।

কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথামুণ্ডু নেই বলে বুড়োধাড়ীদের একেবারেই ভালো লাগল না। আর তাছাড়া গল্পটা বানানো। পাছে তারা উঠে যায় তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম: 'তারপর যে-তে যে-তে যে-তে... দেখি বনের মধ্যে আলো-জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ-খাঁ করছে বাড়ি।

আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমাসুন্দরী রাজকন্যা। '... লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম- 'তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম: 'তুমি আশা, তুমি আমার জীবন।

' শুনে সে বলল: 'এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি। ' বুড়োধাড়ীরা আগ্রহে উঠে ব'সে জিগ্যেস করল: 'তারপর?' ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম- 'তারপর ? কী বলব- সেই রাক্ষুসীই আমাকে খেলো। ' ... (সুভাষ মুখোপাধ্যায়) "অতোটা কাছে আসেনি নারী" নামক কবিতার এ্যালবামে কবিতাটা পেয়েছিলাম, মাত্র ১,১৫ মেগাবাইট, ডাউনলোড করে শুনে দেখতে পারেন খুব ভালো লাগবে, বিশেষ করে আবৃতিটা চমৎকার। কে আবৃতি করেছেন কেউ জানলে জানাবেন। http://www.mediafire.com/?so3t2sveaq80l25


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.