আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাটা ক্লাস ফাইভের মত হয়েছে তাই না?



এখানে ঢুকে বোকা হয়ে গেলাম। এত গুলো লোক একসাথে এত ভালো লিখে কি করে ? সদস্যদের প্রোফাইল পড়ে আরও বোকা হয়ে গেলাম নিজের সমর্্পকে এত সুচিন্তিত মতামত দেখে ! অথচ নিজের নাম ঠিকানা ছাড়া নিজের সমর্্পকে কিছুই জানিনা। আমার কি হবে? খুব ভয় লাগছে।অবশেষে লাজলজ্জার মাথা খেয়ে দুলাইন কবিতা টাইপের কিছু লিখলাম-- --- ----------------- স্পরশে গোলে না গেলে বিশ্বাস কর ! শীতের সকালে আমি শিশির কুড়াতাম আর ঘন সবুজ দূর্বার আশঁতুলে বেধে রাখতাম শিশির তারপর কোন এক বিষাক্ত রাতে তুমি যখন বৃষ্টির অপেক্ষায় অধির পঠিয়ে দিতাম আমার ছবিসহ খাম ভর্তি শিশির!!!!! ---------------------------------- ----- কবিতাটা ক্লাস ফাইভের মত হয়েছে তাই না?????? বিষয়বস্তুঃ প্রথম পোস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.