আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ কবিতাটা পড়েছিলেন ত ?

we should live best life we can ধন্যবাদ আহসান হাবীব আসি তবে ধন্যবাদ । না না সেকি প্রচুর খেয়েছি আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি ধারনাই ছিলো না আমার । ধন্যবাদ । রাতবেশী এইবার চলি তবে স্যার? আসবো না ? কী বলেন । হুজুরের সামান্য কেরানি দয়া করে ডেকেছেন এতো আমি ভাগ্য বলে মানি ।

খেটে খুটে ? সে কি কথা । নিজের বাড়ির কাজ, আর খাটবো না ? চুপ করে খেয়ে যাবো স্যার ? চলি তবে । কী যে মজা, সত্যি স্যার মজার ব্যাপার । এমন মজার কথা এর আগে শুনি নাই আর । চিঠি পড়ে ভেবেছি তাহলে ডলি বুঝি আপনার মেয়েদের কারো ডাক নাম ।

তাইতো সামান্য কিছু চকোলেটও কিনে আনলাম । এসে দেখি - তাই নাকি ? চকোলেটও খায় নাকি ডলি ? হতে পারে, সে যাকগে, সত্যি কথা বলি - ডলি নাম কুকুরছানার আজ তার জন্মোত্সব, সত্যি এক ইউনিক ব্যাপার । সত্যি নাকি , ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা ? তাহলেও বলুন তো এমন নিঁখুতভাবে সেটা এদেশে আপনি ছাড়া কে আর দেখালো ? অনেকেই ? হবেও বা সেসব কি জানি ? আপনার অধীনস্থ জনৈক কেরাণী। দয়া করে ডেকেছেন বলে তবেই না জানা গেলো, তেমনা হলে এওতো আমার পক্ষে জানা সম্ভব হতো না স্যার । সত্যি স্যার কুকুরের ছানা, তার জন্মদিনে এত খরচের হাত- দু হাজার ? তা হবে না ? ও ব্যাটার বাদশাহী বরাত ! হাসবো না ? সে কি স্যার, এমন খুশির দিন আর আমাদের এ জীবনে বলুন তো আসে কতবার ? চোখে পানি ? না না স্যার ও কিছু না, কী জানেন? খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয়- তা হলে এখন রাতও হলো আপনার বিশ্রাম নেবার সময় হয়েছে , আজ আসি তবে স্যার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.