আমাদের কথা খুঁজে নিন

   

ভুলটা আসলে কার? অপেক্ষা

সত্য বল সুপথে চল, ওরে আমার মন ...

ভুলটা আসলে কার? আমার না তোমার নাকি কারোই ভুল নয় আমরা সময়ের দাম মিটিয়েছি মাত্র তাই কি? ভালো করে ভেবে দেখি চলো চলো ছাদে গিয়ে দাড়াই আজ আর আমাদের ঘুম আসবে না সিড়ি ডিঙিয়ে চলে যাই ছাদে আকাশের তারা-নক্ষত্ররাই বোধহয় জানে কেন, তোমার আমার সাথে অমনটা ঘটেছিল আর কেনইবা বিগত সময়ে তোমার সাথে অমন ঘটলো কেন, ভুল মানুষ,ভুল পরিবার,ভুল সম্পর্ক তোমায় ঘিরে ধরেছিলো আর কেনইবা তোমার সাথে আরেকটু আগে দেখা হলোনা তাহলে হয়তো তোমার আগের প্রেমিকের দেয়া কষ্ট পেতে হতো না আমি নিজেকে বোঝাই,স্বশব্দে বলি,মনে মনে বলি আমি সব বুঝি। কিন্তু, বলতে পারো আমার কি দোষ কেন আমি তোমার আগের প্রেমিকের দেয়া ছলনার দায় নেবো কেন আমি তোমার দেখা সব ভুল সম্পর্কের দায় নেবো কেন তুমি আমার বিশ্বাস করতে পারো না কেনইবা তুমি আমার চোখে আমার ভালোবাসা না দেখে দেখো লোভাতুর দৃষ্টি তুমিতো তোমার আগের প্রেমিককে ভালোবেসে মরতে চেয়েছিলে তবে কেন আমাকে ভালোবেসে একটু বিশ্বাস করতে পারছো না কারণ, আমি পুরুষ বলে? আমি কি তোমার বন্ধু নই আমি কি সবকিছুর বিপরীতে গিয়ে তোমায় আপন করে নেইনি তবু....আমি ভুল বলে মানিনা আমি মানি...আমি সন্মানের সাথে গ্রহন করেছি আমি শুধু একটা শরীরকেই সন্মান দেইনি সন্মান দিয়েছি আমার বিশ্বাস,আমার ভালোবাসাকে সেই সন্মানের জোরোই নাহয় অপেক্ষা নিরন্তর......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।