আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা

Why does life keep teaching me lessons, i have no desire to learn.

নির্বিরোধী মানুষটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন হঠাৎ করে। প্রতিভাবান লিরিক রাইটার, ইতিহাস নিয়ে যার ব্যাপক আগ্রহ, গল্প ও লিখেন চমৎকার- সবই ঠিক ছিল, কারো সাথে কোন ঝামেলাও নেই................. যত বিপত্তি যেন বেঁধে গেল তার সেরা ব্লগার মনোনয়ন পাওয়ার পর। মোটামুটি তারে টেনে টুনে নামানোর ভালই একটা চেস্টা চলছে। তিনি কতটুকু যোগ্য সেটার চেয়ে তাকে টেনে নামানোর বিষয়টুকু অনেক বেশী দৃস্টিকটু হয়ে দেখা দিল। পরিমন্ডল ভিন্ন হলেও অনেক ইউনুসের মত হয়ে গেল ব্যাপারটা। তার ক্ষুদ্র ঋন দিয়ে দেশের কি লাভ হল না হল সেটার চেয়েও তাকে কি করে টেনে নামানো যায় সে নিয়েই যেন প্রতিযোগীতা। কে কি হল সেটা নিয়ে আসলে তেমন মাথা ব্যাথা নেই.............কিন্তু বেচারা সরল মানুষটি যেন হুদাই আলোচনার প্রাদপ্রদীপে এসে বিপদে পড়ে গেলেন নিজের নির্বিরোধ জীবনে.............. দিনশেষে আসলে একটাই কথা- আমরা বাঙ্গালীরা আসলেই একটা মাল .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।