আমাদের কথা খুঁজে নিন

   

নূরে ইলাইহি-১



আসমান জমিন যার,তার জন্যই তো সব ইবাদত! সকল কিছু যার কুরসীতে মরুভূমিতে একটা আঙ্গটির সমান,তার গুণ গাইতে গেলে আর কার নামে উৎসর্গ করা যায়! সব গৌরব তো তারই,যার দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে, সে ই তো সবচাইতে দরকারি,যে ছাড়া ক্ষমাকারী আর কেউ নেই, সব অন্তর্চক্ষু তো তারই অনুগত,যার আলোতে আমাদের ভুবন আলোকিত হয়, যার পবিত্র সত্তা আসমান ও যমীনের নূর, যার নূরে ছটায় নিজেকে আশরাফুল মাখলুক মনে হয়, নিজেকে দুনিয়ায় একজন আগন্তুক মনে হয়, যে তার স্বীয় অনুগতদের জন্য অধির হয়ে বসে আছেন,আমাদের প্রত্যাবর্তনের জন্য, কতোই না আনন্দের পথ সে পথ!যখন তার প্রতিনিধিরা বলবে "সালাম,চলো তোমার আপন প্রভুর কাছে", কতোই না বোকা তারা!যারা নিজেদের অত্যাচারীত করে চলেছে দুনিয়ার বুকে,তাদেরকে তার প্রতিনিধিরা কতোই না পর্যদুস্ত করে হাকিয়ে নিয়ে যাবে এখান থেকে,ভাবা যায়? সেই পবিত্র সত্তার শপথ!তিনি ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই,সবই শেষ হয়ে যাবে, যা কিছু আছে, দেখা যায়,বোঝা যায়,শ্রবণ করা যায়,জানা যায়,হিদায়ত হয়,সবই তার নূরের সত্তার কারণে,যেমনটা গাছের পাতার রঙ দেখা যায় সূর্যের আলোর কারণে,যেমনটা সেই আলো না থাকলে গাছের রঙ দেখা যেতোনা কোনদিনই, সে নূরের উদাহরণ এমনই, যেন সূর্যের আলোক পড়ে চাঁদের উপর, চাঁদের আলো পড়ে জানালা গলে দেয়ালে, আর দেয়ালের আলো পড়ে মেঝেতে, এই আলোয় ঘরময় আলো, সেরকমভাবে তার নূরের আলোতেই আমরা পবিত্র হওয়ার প্রেরণা পাই,নিজেকে ও নিজের প্রিয়জনকে আলোতে আনতে সচেষ্ট হই, তিনি ছাড়া আর কিছুর স্থায়ীত্ব নেই,সকল প্রশংসা একমাত্র তারই। ۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَـٰوَ‌ٰتِ وَٱلْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِۦ كَمِشْكَوٰةٍۢ فِيهَا مِصْبَاحٌ ۖ ٱلْمِصْبَاحُ فِى زُجَاجَةٍ ۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌۭ دُرِّىٌّۭ يُوقَدُ مِن شَجَرَةٍۢ مُّبَـٰرَكَةٍۢ زَيْتُونَةٍۢ لَّا شَرْقِيَّةٍۢ وَلَا غَرْبِيَّةٍۢ يَكَادُ زَيْتُهَا يُضِىٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۭ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍۢ ۗ يَهْدِى ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُ ۚ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَـٰلَ لِلنَّاسِ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ [٢٤:٣٥] আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। (An-Noor: 35)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.