আমাদের কথা খুঁজে নিন

   

আমি হয়তো তোমার ছিলাম না ।

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

কাছে থাকার মানেটা কী নিজের করে পাওয়া ? আর কতো ঘন্টা একসাথে থাকলে বোলতে পারি -- "আমি তোমার হয়েছি । " আর কতো কাছে আসলে বলা যায় -- "শুধু তোমার হয়েছি । " আমার চোখ থেকে ঠোঁটে , ঠোঁট থেকে ঘাড়ে , ঘাড় থেকে গ্রীবায় --বুকে --নাভীমূলে ; সর্বাঙ্গে খুঁজেছি তোমার নাম । নাহ ,পাইনি। কেবল জেনেছি শরীরের কাছে আসা ভালোবাসা নয় ।

তুমি আলতো হাতে আমার ওষ্ঠ ছুঁয়ে ভাব -- ভালোবেসেছো । কঠিন আলিঙ্গনে বুকের ভেতর লেপটে রেখে ভাবো -- আমায় পেয়েছো । এতোই কি সহজ মানবীকে পাওয়া ; তার সুগভীর নোনাজলে কতোটা সর্বগ্রাসি বাস করে সে নিজেও কি তা জানে ? ইট -কাঠে মোড়া দালানে হাড়ি -পাতিল খেল , মধ্যরাতের উম্মাদনায় মাতো ; সকালের গরম পেয়ালা হাতে সেরে নাও তেল নুনের হিসেব । অতঃপর ব্যস্ত রাস্তায় হারিয়ে যাও কোটি মানুষের ভীড়ে । তখন আমিও নিজেকে হারাই আপন কক্ষপথে ; জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি -- আমি কখনোই তোমার ছিলাম না ।

আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি । (এই চৈতালী দুপুরে নিষ্ঠুর বাস্তবতার ছোঁয়া থাকলো ব্লগের বৃষ্টিধারার জন্যে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।