আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো তুমি আসবে, হয়তো...

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE
এখন রাত ৩টা। হালকা কুয়াশাভেজা শীতের এই রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমার ছোট্ট রুমের লাইটটা তখনও জ্বলে। সিলিংয়ের ফ্যানটাও অবশ্য শব্দ করে ঘুরছে, কারণ একেবারে নিঃশব্দে আমি ঘুমাতে পারি না। সারাদিনের ক্লান্তি শেষে যখন সবার ঘুমানোর সময়, তখনও আমি না ঘুমে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকি। বারান্দায় হিম শীতল আবহাওয়ায় দাঁড়িয়ে দূরের রাস্তায় তোমাকে খুঁজি।

কিন্তু জানি, তুমি আসবে না। এই ভোররাত্রে নীরব রাস্তা তোমার আসার সম্ভাবনা ততোটাই অলীক যতোটা আমার জীবনে তোমার ফিরে আসার সম্ভাবনা। কিন্তু তবুও কেন আমি তোমাকে ভুলতে পারি না? তবুও কেন বছরের পর বছর তোমাকে ভেবে রাত কাটাই? কেন ফিরিয়ে দেই জীবনের পথে দেখা হওয়া অন্য সবাইকে? এর উত্তর জানলে হয়তো এই গভীর রাতে লিখতে বসতাম না। আগে তোমাকে প্রতি রাতে লেখা হতো। কিন্তু এখন নিজের কাজে এতোটাই ক্লান্ত হয়ে পড়তে হয় যে, তোমার সঙ্গে মনে মনে সারাক্ষণ শব্দহীন গুণগুণ করার চেয়ে বেশি কিছু করতে আর শরীর সায় দেয় না।

মনে হয়, লিখি; যদি তুমি পড়ো! কিন্তু পরমুহূর্তেই মনে হয়, লেখার চেয়ে মনে মনে তোমার সঙ্গে স্বপ্নীল কথোপকথনে মেতে ওঠাটাই বুঝি অনেক আনন্দের। কিন্তু তবুও লিখে চলি। বিরতির পরপর ক্ষীণ একটি আশা মনে উঁকি দেয়। যদি তুমিও মনে মনে আমাকে চাও? যদি তুমি জানতে চাও আমি কেমন আছি? যদি তুমি জানতে চাও, আজও আমি তোমার জন্য অপেক্ষা করি কি না? তোমাকে চাইলেই হয়তো দু-একটা বার্তা পাঠানো সম্ভব। কিন্তু যেই মাধ্যমে তোমার কাছে কথা পাঠানো সম্ভব, সেই মাধ্যম আমি ব্যবহার করতে চাই না।

সেই মাধ্যমটা যে শুরু থেকেই তোমার আর আমার সম্পর্কটা হতে দিতে চায়নি! তাই গভীর রাতে ক্ষীণ আশা নিয়ে আজও জেগে থাকি, আশায় বুক বেঁধে রাখি, হয়তো তুমি আসবে। হয়তো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।