আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ভাগা দেশ।। রবীন্দ্র নাথ ঠাকুর

ভালো কিছু লিখতে মন চায় কিন্তু হয়ে উঠে না।

হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দুরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রানের ঠাকুরে। বিধাতার রুদ্ররুশে দুর্ভিক্ষের- দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।

অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমারা আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহি রে পরিত্রান। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অঙ্গানের অন্ধকারে আড়ালে ঢ়াকিছ যারে তোমার মঙ্গল ঢ়াকি গরিছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান.।

.। .। .। .। .।

.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.