আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ভাগা গ্রামবাসী

.......

শান্তিপুর গ্রামে এক বদের হাড্ডি মোড়ল ছিল, যে কিনা সবসময় পাড়া-প্রতিবেশী সবাইকে নানান রকম কষ্ট দিত । মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে ভীষনভাবে জ্বালাইত। লোকটা বৃদ্ধ হওয়ার পরে ভীষন অসুখে পড়ল। সে বুঝতে পারল তার দিন ঘনিয়ে এসেছে, আর বেশী দিন বাঁচবেনা। সে চিন্তা করল আমি মরে গেলে মামলা করবে কে? প্রতিবেশীরা তো শান্তিতে দিন কাটাবে।

তাতো হতে দেয়া যায়না। তাই সে তার শেষ চাল চালল। সে তার সুযোগ্য ছেলেদেরকে ডেকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশকে বাশের কঞ্চিতে গেঁথে গ্রামের পার্শবর্তী মাঠে রেখে এসো। তারপর গ্রামবাসীর উপর হত্যা মামলা দিও। দেখি আমি মরে গেলে ওরা কিভাবে শান্তিতে দিন কাটায়।

অত:পর একদিন রাতে সে মারা গেল। যথারিতি লোকটির কথামত সুযোগ্য ছেলেরা তাই করল। তারপর শুরু হল গ্রামবাসী-প্রতিবেশীদের জন্য নতুন বিপর্যয়। পুলিশের ধাওয়ায় তাদের রাতের ঘুম হারাম। হায়রে দুর্ভাগা গ্রামবাসী।

মোড়ল জীবিত থাকতেও কষ্ট দিল। আর মরার পরে দিল আরও বেশী। প্রিয় পাঠক, ভেবে দেখুন তো মোড়লটার সাথে কারো মিল খুজে পাওয়া যায় কিনা? (আস্তে বলি...দেখেনতো বুশের সাথে মিল খুজে পাওয়া যায় কিনা। অনেকেই ধারনা করেন ক্ষমতার শেষ সময়ে ইসরাইলকে দিয়ে ফিলিস্তিনিদের রক্ত ঝরানোর প্ল্যান টা নাকি উনার। )


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.