আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ভাগা এ দেশটি আমার , ক্ষমতায় আজ আন-ম্যান !

মুহসিন আব্দুল্লাহ

চিনতে পারছেন কি ? মুহসিন আব্দুল্লাহ (এখানে প্রতি ৪ লাইনে একজন করে মন্ত্রী/নেতার বৈশিষ্ট্য লেখা হয়েছে । চিনতে পারলে উত্তর দিন । যেমন , ৬. ইডেনের ছাত্রলীগ নেত্রী ) ১. দলের মহাসচিব তিনি নিবেদিত মন দেহ, ছাত্রলীগে শিবির আছে কী ভয়ানক সন্দেহ ! ২. রাজাকার হইলেও তিনি প্রধানমন্ত্রীর বেহাই , যুদ্ধাপরাধ তকমা থেকে তাইতো পেলেন রেহাই ! ৩. বিষতত্ত্ব চর্চা তাহার ভীষণ প্রিয় কাজ , নেত্রীকে তার করতে খুশি ভাজেন পচা মাছ ! ৪. দেশের টাকায় ভারতীয় সিনেমা করেন আমদানি , দেশকে জাতে তুলতে হবে দেশপ্রেম তার খানদানি ! ৫. জনগনের ঘামের টাকায় ঘোরেন দেশে দেশে , ভিক্ষার ঝুলিতে জোটে আন্ডা অবশেষে ! ৬. অগাধ তাদের ভালোবাসা প্রিয় নেতার জন্য , তাইতো নিজের দেহ দানে জীবন করে ধন্য ! ৭. বিডিআর বিদ্রোহে তিনি দিয়েছিলেন মন্ত্রণা , আজো বহাল তবিয়তে রয়েছে সেই যন্ত্রণা ! ৮. এমপিও ভুক্তিতে মামায় দেখালেন কি খেল , বাতিল হলো সেই লিস্টি টাক্কু মাথায় বেল ! ৯. ভিকারুন এ ভর্তি নিয়ে বেশ কামালেন নুন , মুখোশ পড়া সুশীল মুখে পড়লো একী চুন ! ১০. ব্যাংকের এমডিকে মারতে পাঠিয়ে দিলেন গানম্যান , দুর্ভাগা এ দেশটি আমার ক্ষমতায় আজ আন-ম্যান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.