আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াকাটা (ছবি ব্লগ)

The vision never dies....Life's a never ending wheel!

কুয়াকাটা গিয়েছিলাম গতবছর, বর্ষাকালে। সূর্যাস্ত- সূর্যোদয় কোনোটাই দেখা হয়নি মেঘের কারণে। তবে কুয়াকাটার সমুদ্র সৈকত খুবই ভালো লেগেছিলো। আর একটা মজার ব্যাপার হলো কুয়াকাটার পানিতে লবণাক্ততা কম। কক্সবাজারের সৈকতের পানি যেমন মুখে গেলে বমি আসে,এখানে তেমন সম্ভাবনা নেই।

টেস্ট করেছিলাম। সম্ভবত মোহনার কাছাকাছি হওয়াটাই এর সবচেয়ে বড় কারণ। তবে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো ছিলো না। এখন কি অবস্থা জানি না। আমরা কয়েকজন খুলনা থেকে গিয়েছিলাম।

খুলনা থেকে কুয়াকাটা যেতে মোট ৫ বার ছোট ফেরী পাড় হতে হয়েছিলো। আর বাসের অবস্থাও ছিলো মনে রাখার মত। ঐ কাহিনী লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তার চেয়ে বরং কিছু ছবি দেখি কুয়াকাটার। একটা নৌকা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।

যেহেতু বর্ষাকাল ছিলো, ঝড়-তুফান তো থাকবেই। সৈকতের পাশেই আছে এমন পরিবেশ,যা দেখলে আপনার আর ফিরতে মন চাইবে না। সকালের আকাশ এবং শান্ত সমুদ্র। এমন ভাঙনের দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সাদামাটা।

আকাশ মেঘলা, সাগর উত্তাল; তবু ও থেমে নেই জীবন। সৈকতের একেবারে পশ্চিমদিকে ফাতরার চর। আইলা'র ফলে ক্ষয়ক্ষতি তখন ও চোখে পড়ছিলো। এই রকম ফেরীঘাটের মত ৫ জায়গায় ফেরী পাড় হতে হয়েছিলো! রাস্তায় বিশাল ২টা মাছ দেখলাম। বোনাস।

---------------------------অনেক ছবি দেখলেন। যদিও ছবির কোয়ালিটি মনে হয় ভালো আসে নাই। নিজ চোখেই তবে দেখে আসুন কুয়াকাটা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.