আমাদের কথা খুঁজে নিন

   

হাতের ইশারায় চলবে অ্যাপ

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান লিপ মোশন নিয়ে এসেছে এয়ারস্পেস নামের নতুন একটি অ্যাপ স্টোর। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অ্যাপ স্টোরটিতে ৭৫টি অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা সম্ভব।
এসব অ্যাপের মধ্যে রয়েছে উইন্ডোজের জন্য কানাডিয়ান সফটওয়্যার কোম্পানির তৈরি অ্যাপ্লিকেশন পেইন্টার ফ্রিস্টাইল। এ অ্যাপটি দিয়ে হাতের ইশারায় পেইন্ট করা যাবে। আরও রয়েছে ম্যাক ও উইন্ডোজ ইউজারদের জন্য গুগল আর্থ অ্যাপ্লিকেশন।

এ অ্যাপটিতে হাতের ইশারায় ম্যাপ ব্রাউজ করা যাবে এবং বিভিন্ন এলাকা জুম করা যাবে। এ ছাড়াও নতুন এ অ্যাপস্টোরটিতে রয়েছে আকর্ষণীয় বেশকিছু অ্যাপ।
লিপ মোশন কন্ট্রোলার নামের একটি যন্ত্রের সাহায্যে এ অ্যাপগুলো চলে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যন্ত্রটির সেন্সরগুলো মানবদেহের নানা অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং সে অনুযায়ী অ্যাপকে নির্দেশ দিতে পারে। এ যন্ত্রটির দাম পড়বে ৮০ ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.