আমাদের কথা খুঁজে নিন

   

রণাঙ্গনের পত্রালিকা- ০১

Never lose hope...., Never Stop Expedition....
জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র তারিখঃ ১৯ নভেম্বর, ১৯৭১ তুলা/১/গ/(১) বড় ভাই সাহেব, সালাম নিবেন। অনেক দিন গত হতে চলল আপনার কোন সংবাদ না পেয়ে চিন্তাযুক্ত আছি। কাকা পেপার মিলে বাঁশ দেওয়ার ব্যবস্থা করছেন। এখন তার (১০০০ পাঃ) বাঁশ পাঠাতে হবে। তিনি কিছু টাকা তুলেছেন।

ভাইজান খোকন বর্তমানে ২০টি কবুতর ক্রয় করতে চায়। তার জন্য একটি ঘুঘু পাঠাবেন। বড় ভাই সাহেবের বিয়ে ঠিক হয়েছে। আগামী ২৫ তারিখে বউ আনতে যাবেন। কাজেই অনেক টাকা পয়সার প্রয়োজন।

আব্বার কাছে মোটেই টাকা নেই। আর এখানে জিনিষ পত্রের মূল্য অনেক বেশী। আপনি অতি সত্বর ১১৭টি মুরগী পাঠাবেন। বড় মুরগী ১২টি এবং রোষ্ট করার জন্য ৮০টি ছোট মুরগীর ব্যবস্থা করবেন। জামাই নিয়ে যাওয়ার জন্য ৪টি (চার) বড় নৌকা ও দুইটি ছোট নৌকার ব্যবস্থা করবেন।

উত্তর পাড়ার ভাই সাহেব আপনার কাছে যে টাকা পাঠিয়েছিলেন তা দিয়ে ৫০০০ ডিম পাঠাবার জন্য বলেছেন। কারণ তিনি ডিমের ব্যবসা করেন। কয়েকটা বড় হোটেলে তিনি ডিম পাঠান। ১০০০ লেবু পাঠানোর কথাও বলেছেন। এইগুলি না পাঠালে তার ব্যবসার বিরাট ক্ষতি হবে।

আপনি এই সমস্ত জিনিষের ব্যবস্থা করে যে ভাবেই হোক বিয়েতে উপস্থিত হবেন। নয়তো দুঃখিত হব। বিশেষ কি লিখব। বাড়ীর সবাই ভাল আছি। চিন্তার কোন কারণ নেই।

শ্রেণীমত সবার কাছে সালাম ও স্নেহ দিবেন। ইতি- ছোট ভাই ----- ১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story ----- ব্লগে চিঠিটির সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় নাই। ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.