আমাদের কথা খুঁজে নিন

   

রণাঙ্গনের পত্রালিকা- ০৪

Never lose hope...., Never Stop Expedition....
জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র তারিখঃ ১৭ নভেম্বর, ১৯৭১ ধান/১/গ(১) ধান/১/গ(২) এ ৫২০২ ১৭-১১-৭১ইং ছোট ভাই, স্নেহাশীষ নিও। থানা সেল গঠন করে সত্বর নাম পাঠাতে হবে। মামাদের নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। জিনিষ পত্র পাঠানো যাবে-কিন্তু সময় সাপেক্ষে। শীতের বস্ত্র কেনার জন্য জনপ্রতি দশটাকা করে পাঠালাম।

জনসাধারণকে বুঝিয়ে অন্যান্য খরচের ব্যবস্থা করতে হবে। এটাতো তোমরা ভাল করেই বুঝতে পার। আপাততঃ ৫০ টাকা পাঠালাম। দলীয় বিশ্বাসঘাতকদের শাস্তির ব্যবস্থা করেছে কিনা জনিয়ো (জানিয়ো হবে হয়তো)। হজরত আলী, রহিম আমাদের কাছে আছে।

পরে যাবে। বাহককে ৫০ টাকা দিলাম। ব্যাবসা (ব্যবসা) সংক্রান্ত ব্যাপারে যে নির্দেশ দেওয়া হয়েছে তার ২৪ দিনের পরবর্তী ৭ দিনের কাজ আরম্ভ করবে এবং খবর জানাবে। নতুন সংকেত দিলাম। এগুলি ব্যবহার করেই চিঠি দিও।

ইতি- বড় ভাই। রণাঙ্গনের পত্রালিকা- ০১ রণাঙ্গনের পত্রালিকা- ০২ রণাঙ্গনের পত্রালিকা- ০৩ ----- ১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ ----- সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৫৭০) ----- ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না। ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.