আমাদের কথা খুঁজে নিন

   

নখের নামতা

সামুদ্রিক বিভ্রম

ইচ্ছে হয় লুটিয়ে পড়ি নিঃস্তব্ধ হাপড়ে-; স্থিরতা, কতবার প্রতারিত হবো? ফুসফাস বাতাসে কেমন জ্বলছে আগুন, দেখেছো কয়লার ফুল? দেখেছ, নিয়ত নামছে বৃষ্টি করিডোর জুড়ে তাকিয়ে আছি মুখোমুখি আমি আর অভিকর্ষ বল দেখেছ কেমন নামছে রাত, কেমন উড়ছে মাছি আলোভেদী; চেয়েছ নিপুন নির্ভরতার স্বরলিপি নিয়েছ উড্ডীন পতাকার ভার; হাড়ের গন্ধ নাকে এলে শেয়ালের লেজের ধূর্ত অভিসন্ধ জেগে ওঠে আমাদের নখের নামতায়; ও আমার নেলকাটার, তীক্ষ্ণতম চাপে ফালি ফালি হয়ে যাবেতো আমাদের নম্র হিংস্রতা-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।