আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের ভাষা না বোঝায় বিজয়ের গন্ধ: ফখরুল

মঙ্গলবার বিকালে ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক অনুষ্ঠানে বলেছেন আগামী নির্বাচনে তার দল বিজয়ের গন্ধ পাচ্ছে। তাকে দেশের মানুষ একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানতেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি এদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না। ”
“পাঁচ সিটি নির্বাচনে জনগণ সরকারকে না বলে দিয়েছে।

অথচ সৈয়দ আশরাফরা আগামী নির্বাচনে বিজয়ের গন্ধ পাচ্ছেন। আসলে তারা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ পাচ্ছে। ”
ষড়যন্ত্র প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। সোমবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, তার কাছে কোনো তথ্য নেই। তবে রাজনীতিবিদ হিসেবে তিনি আভাস পাচ্ছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।


বর্তমান সরকার আমলে সংশোধিত সংবিধান অনুযায়ী, নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই দশম সংসদ নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে আছে বিএনপিসহ বিরোধী দল।
রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ওই ইফতার মাহফিলের আয়োজন করে।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন হবে কি হবে  না এ নিয়ে আজ সংশয় সৃষ্টি হয়েছে। সরকার নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণের নিতে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা করছে।

জনগণ একে প্রতিহত করবে। ” বর্তমান  নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “এটি একটি অপদার্থ ও অযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের আজ ক্ষমতা খর্ব করছে। ”
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত আহবায়ক প্রকৌশলী আ ন ম আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চলচিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
ইফতারের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, জিয়া ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারসহ সহস্রাধিক প্রকৌশলী অংশ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.