আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের বুড়ি এখন বীরাঙ্গনা !

জনৈক এক ব্যাক্তি আমাকে বলে- "ভাই সেইদিন চাদে সাইদীরে দেখা গিয়েছিল। দেখছিলেন নাকি ? আমি বলি- ওহ তাই নাকি ? আপনিও দেকসেন? বাহ আপনি তো তবে ইতিহাসের স্বাক্ষী ! ব্যক্তি বলে- ভাই মশকারী করলেন মনে হয় ? আমি বলি- আরে নাহ ! কি যে বলেন? তবে সাইদীর ক্ষমতায় , তার নুরানী চেহারার জ্যোতিতে আমি অভিভূত ! ব্যক্তি বলে- কেন ভাই ? তার মানে আপনিও দেকসেন ? আমি বলি- নাহ আমি দেখি নাই। তবে যে আপনি কিনা ১০ হাত দুরের জিনিস ঠিকমত দেখতে পান না সে আপনি চাদে সাইদীর চেহারা মুবারক দেখলেন ! এ তো আরো বড় টাইপের কেরামতি !!! হা হা হা .... এই হল অবস্থা। মানুষ যা বিশ্বাস করে তাই দেখে।ছোটবেলায় চাদের বুড়ির গল্প শুনতে শুনতে যখন চাদ দেখতাম তখন চাদের মধ্যে যেন আসলেই বুড়ি দেখতাম ! একটা বটগাছ দেখতাম আর পাশে একটা ছায়াকে বুড়ি মনে হত ! বটগাছটা আসলে পৃথিবীর ছায়া। সেটা পরে বুঝেছিলাম। চাদের বুড়ি কে নিয়ে এখন চিন্তায় পরে গেলাম ! অনেকের মতে চাদের বুড়ি এখন বীরাঙ্গনা !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।