আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবলেট বাজারে অ্যান্ড্রয়েড এগিয়ে

এটা খুব বেশি দিন আগের কথা নয় যে অ্যাপলের আইপ্যাড প্রশ্নাতীতভাবে ট্যাবলেট কম্পিউটারের বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত কিন্ডেল ফায়ার ও গুগলের নেক্সাস ৭ সিরিজ ট্যাবলেটের বাজার একটু একটু দখল করে নিচ্ছে। সম্প্রতি বিশ্বজুড়ে ট্যাবলেট কম্পিউটার বিক্রির ওপর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে ট্যাবলেট কম্পিউটার বিক্রির পরিমাণ পাঁচ কোটি ১৭ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটগুলো।

২০১৩ সালের প্রথম ছয় মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটের বিক্রির হার ৬৭ শতাংশ। অ্যাপল আইওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটের বিক্রি কমেছে যথাক্রমে ২৮ এবং ৪ দশমিক ৫ শতাংশ। গত বছর অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেটের বিক্রির হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। তবে গত বছর মোট ট্যাবলেট বিক্রি হয়েছিল তিন কোটি ৪৬ লাখ। অ্যান্ড্রয়েডের এই অভ্যুত্থান সবাইকে একটু হলেও বিস্মিত করেছে।

তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের ধারণা ছিল না যে অ্যান্ড্রয়েড এতটা জনপ্রিয়তা পাবে। তবে কম দাম এ ক্ষেত্রে একটা কারণ হতে পারে। অ্যাপলের সবচেয়ে সস্তা পণ্য হিসেবে পরিচিত আইপ্যাড মিনির চেয়েও কম দাম অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেটগুলোর। —সিনেট অবলম্বনে রোকেয়া রহমান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।