আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ৪০ বছর: পছন্দের দেশাত্নবোধক গানের লিংক নিয়ে:'স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন'

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

'স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়েসী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।' শামসুর রাহমানের এই কবিতার মতো আরও অনেক গান আছে যেসব গানে দেশের কথা,দেশপ্রেমের কথা,দেশের আকুল প্রকৃতি ,মন ব্যকুল করার কথা আছে,প্রাণ জুড়িয়ে দেয়,উদ্বুদ্ধ করে। তেমনি কিছু গানের লিংক দিলাম। আশা করি ভালো লাগবে।জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম। ১.আমার সোনার বাংলা কথা ও সুর( গগন হরকরার 'আমি কোথায় পাবো তারে' অবলম্বনে): রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠ: কোরাস লিংক: View this link ২.এক সাগর রক্তের বিনিময়ে কথা: গোবিন্দ হালদার,সুর:আপেল মাহমুদ কণ্ঠ:কোরাস লিংক:View this link ৩.মোরা একটি ফুলকে বাঁচবো বলে কথা:গোবিন্দ হালদার,সুর ও কণ্ঠ:আপেল মাহমুদ লিংক: View this link ৪.স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন কথা: মোহাম্মদ মনিরুজ্জামান,সুর: দেবু ভট্ট কণ্ঠ: রুনা লায়লা লিংক:View this link ৫.জয় বাংলা বাংলার জয় কথা: গাজী মাজহারুল আনোয়ার,সুর: আনোয়ার পারভেজ কণ্ঠ: কোরাস লিংক:View this link ৬.একটি বাংলাদেশ তুমি কথা:নয়ীম গহর ,সুর: অজিত রায় কণ্ঠ: সাবিনা ইয়াসমিন লিংক:View this link ৭.জন্ম আমার ধন্য হলো কথা:নয়ীম গহর,সুর: আজাদ রহমান কণ্ঠ: সাবিনা ইয়াসমিন লিংক:View this link ৮.এক নদী রক্ত পেরিয়ে কথা ও সুর:খান আতাউর রহমান ছায়াছবি:আবার তোরা মানুষ হ কণ্ঠ: শাহনাজ রহমতুল্লাহ লিংক:View this link ৯.আমার দেশের মাটির গন্ধে কথা:মোহাম্ম্দ মনিরুজ্জামান,সুর: আবদুল আহাদ কণ্ঠ:শাহনাজ রহমতুল্লাহ লিংক:View this link ১০.আমার অনেক ঋণ আছে কথা: শামসুর রাহমান,সুর: খোন্দকার নুরুল আলম কণ্ঠ: রুনা লায়লা লিংক:View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.