আমাদের কথা খুঁজে নিন

   

ডেনমার্ক এর GreenCard Scheme সংক্রান্ত তথ্য প্রয়োজন???



আমি এবং আমার এক বন্ধু মিলে ডেনমার্ক এ Greencard scheme এ আপ্লাই করতে চাই। jobsA1.com এর একটা বিজ্ঞাপন দেখে ওদের অফিসে যাই। আমাদের যা বলল:- ওদের সার্ভিস চার্জ: ২০,০০০/- (শুরুতে) ভিসার পরে দিতে হবে: ৭০,০০০/- ইমিগ্রেশন ফি: ৮০,০০০/- ৫৪-৬০,০০০/- বিমানের টিকেট। মেডিকেল চার্জ: ৩০০০/- এপ্লিকিশন ফি ২০,০০০/- ওটা নাকি লাগতে ও পারে নাও লাগতে পারে। সব মিলিয়ে আমাদের ১০০ পয়েন্ট এর বেশি আছে।

IELTS দরকার নাই বলল। .............................. ভাই আপনার পরিচিত কেউ কি ওদের দ্বারা ভিসা পেয়েছে কিনা? ওরা বলল ওদের কেউ রিফিউজ হয়নি। ওরা কতুটুকু নির্ভরযোগ্য?? ভাই কেউ কিছু জানলে দয়া করে জানাবেন। খুব উপকার হয়। সকলে ভালু থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.